এক্সপ্লোর
Health Tips: গ্রিন টি-তে লেবুর রস ও মধু একফোঁটা, তাহলেই প্রয়োজন ফুরোবে ওষুধ খাওয়ার
Healthy Life: গ্রিন টি-তে একফোঁটা লেবুর রস এবং এক ফোঁটা মধু। তাহলেই আর খেতে হবে না মুঠো মুঠো ওষুধ। শরীর সুস্থ থাকবে আপনা থেকেই।
ছবি: পিক্সাবে।
1/10

এক বা দুই নয়, হাজারো গুণ রয়েছে গ্রিন টি-র। তাই গ্রিন টি-কে তরল সোনা বললেও ভুল হয় না। কারণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী গ্রিন টি। এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভনয়েড এবং ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছ, যা রোগ প্রতিরোধের কাজ করে।
2/10

গ্রিন টি-তে যদি লেবু এবং মধু মিশিয়ে পান করতে পারেন, তাহলে এর ঔষধি গুণ একধাক্কায় বেড়ে দ্বিগুণ হয়ে যায়। একই সঙ্গে বেড়ে যায় স্বাদও। গ্রিন টি এবং লেবু মিশিয়ে পান করার অর্থ ভিটামিন সি পান করা। মধুতে রয়েছে প্রদাহজনিত সমস্যা প্রতিরোধী এবং অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা শরীরে গেলে আলাদা করে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না।
Published at : 14 Jun 2023 06:14 PM (IST)
আরও দেখুন






















