এক্সপ্লোর
World Mental Health Day:নজর থাকুক কর্মীদের মানসিক স্বাস্থ্যেও!
Employee Mental Health:কাজের চাপ, বসের কটু কথা, অ্য়াপ্রেজালে প্রত্যাশামতো সব কিছু না হওয়া-- পেশাদারদের কাছে কম-বেশি এসবই চেনা বিষয়।মন-খারাপ, রাগ, হতাশা-সবই হয়। তবু কাজে খামতি দেওয়া যাবে না, এটা জানা।
খেয়াল থাকুক কর্মীদের মনের দিকেও
1/8

কাজের চাপ, বসের কটু কথা, অ্য়াপ্রেজালে প্রত্যাশামতো সব কিছু না হওয়া-- পেশাদারদের কাছে কম-বেশি এসবই চেনা বিষয়।
2/8

মন-খারাপ, রাগ, হতাশা-সবই হয়। তবুও কাজে খামতি দেওয়া যাবে না, এটা জানা। তবে সকলের ক্ষেত্রে লড়াইটা এখানেই থামে না।
Published at : 10 Oct 2022 06:18 PM (IST)
আরও দেখুন






















