এক্সপ্লোর
Health:চোখে ধুলো-ময়লা পড়লে কী করণীয়?
Eye Care: চোখ! ছোট-বড় প্রত্যেকটি কাজে, দরকারে অত্য়ন্ত জরুরি একটি অঙ্গ। কিন্তু হঠাৎ কোনও কিছু চোখে পড়লে, তখন?সাধারণত এসব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবেই চোখ চুলকাতে থাকি আমরা।
![Eye Care: চোখ! ছোট-বড় প্রত্যেকটি কাজে, দরকারে অত্য়ন্ত জরুরি একটি অঙ্গ। কিন্তু হঠাৎ কোনও কিছু চোখে পড়লে, তখন?সাধারণত এসব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবেই চোখ চুলকাতে থাকি আমরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/cbc81a27406b8948693b3a6865a95eb71676986358749482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোখে ধুলো-ময়লা পড়লে কী করণীয়?
1/8
![চোখ! ছোট-বড় প্রত্যেকটি কাজে, দরকারে অত্য়ন্ত জরুরি একটি অঙ্গ। কিন্তু হঠাৎ কোনও কিছু চোখে পড়লে, তখন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/088d616b72ad8149d65c5f3812860bc15a202.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোখ! ছোট-বড় প্রত্যেকটি কাজে, দরকারে অত্য়ন্ত জরুরি একটি অঙ্গ। কিন্তু হঠাৎ কোনও কিছু চোখে পড়লে, তখন?
2/8
![সাধারণত এসব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবেই চোখ চুলকাতে থাকি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি একেবারেই অনুচিত। বরং নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে যা অনুসরণ করা দরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/b916c465a303ac425bb882f8e2ea6c57a9e7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাধারণত এসব ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবেই চোখ চুলকাতে থাকি আমরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি একেবারেই অনুচিত। বরং নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে যা অনুসরণ করা দরকার।
3/8
![চোখ এমন ভাবেই তৈরি যে তাতে কিছু পড়লে প্রাকৃতিক উপায়েই সেখান থেকে জল বেরোতে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি চোখে পড়া ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/c722d05948810dbf8a408754352745563fb03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোখ এমন ভাবেই তৈরি যে তাতে কিছু পড়লে প্রাকৃতিক উপায়েই সেখান থেকে জল বেরোতে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটি চোখে পড়া ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
4/8
![খুব অসুবিধা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার। কারণ কী থেকে চোখে অসুবিধা হচ্ছে, সেটি স্পষ্ট হলে সেই অনুযায়ী তা দূর করার ব্যবস্থা করা যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/8f9d1c83b441be910234f265feeb269fea280.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুব অসুবিধা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার। কারণ কী থেকে চোখে অসুবিধা হচ্ছে, সেটি স্পষ্ট হলে সেই অনুযায়ী তা দূর করার ব্যবস্থা করা যেতে পারে।
5/8
![আয়নায় দাঁড়িয়ে চোখে কী পড়েছে দেখার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে হাত ব্যবহার করার আগে ভালো করে তা পরিষ্কার করে নেবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/a9955413bcc890a89ac716c49a08e2d2feb98.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আয়নায় দাঁড়িয়ে চোখে কী পড়েছে দেখার চেষ্টা করুন। তবে এক্ষেত্রে হাত ব্যবহার করার আগে ভালো করে তা পরিষ্কার করে নেবেন।
6/8
![অন্য কাউকেও বলতে পারেন চোখে কী পড়েছে, তা দেখার জন্য। তবে তাঁর হাতও যেন সাফ থাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/df5fc52146fd378a7bf09887c39f6d17ccf0c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্য কাউকেও বলতে পারেন চোখে কী পড়েছে, তা দেখার জন্য। তবে তাঁর হাতও যেন সাফ থাকে।
7/8
![জল দিয়ে চোখে ঝাপটা দিতে পারলে ভালো হয়। এতে ধুলোবালি বা ময়লা যা-ই থাকুক, বেরিয়ে যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/87d8f9d589b980fcbc954f3dd8cf00e2fd366.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জল দিয়ে চোখে ঝাপটা দিতে পারলে ভালো হয়। এতে ধুলোবালি বা ময়লা যা-ই থাকুক, বেরিয়ে যাবে।
8/8
![খুব অসুবিধা হলে গরম তোয়ালে দিয়ে চোখের উপর আলতো করে চাপ দিন। এতেও উপকার হতে পারে। (ছবি:PIXABAY)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/055248e1d25b93e35052f5aaf9c56b27f1611.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুব অসুবিধা হলে গরম তোয়ালে দিয়ে চোখের উপর আলতো করে চাপ দিন। এতেও উপকার হতে পারে। (ছবি:PIXABAY)
Published at : 21 Feb 2023 07:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)