By : abp ananda | Updated at : 03 Mar 2022 02:54 PM (IST)
কিডনিতে পাথরের সমস্যা
1/10
কিডনি স্টোন বা কিডনিতে পাথর জমার সমস্যা প্রায়শই আমাদের চারপাশে দেখা যায়। বিশেষজ্ঞরা জানান, কিডনির মধ্যে যখন লবন এবং মিনারেলসজাতীয় পদার্থ জমে, তখন এই সমস্যা হতে পারে। এছাড়াও রয়েছে আরও নানা কারণ।
2/10
অনেক সময়ই কিডনিতে পাথর জমেছে কিনা তা বুঝতে পারেন না মানুষ। এর ফলে চিকিৎসা শুরু হওয়ায় দেরি হয়ে যায় এবং তা পরবর্তীতে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তাই কিডনিতে পাথর জমেছে কিনা তা বুঝে নেওয়া খুবই জরুরি। জেনে নেওয়া যাক এর লক্ষণগুলি।
3/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনিতে পাথর জমলে পিঠের দিকে এবং পাঁজরের দুপাশে ভয়ঙ্কর ব্যথা হতে পারে। ব্যথা অল্প হলেও অগ্রাহ্য করবেন না। প্রথম অবস্থা থেকেই চিকিৎসা শুরু করা প্রয়োজন।
4/10
পাঁজরের দুপাশের মতোই তলপেটে ব্যথা হতে পারে। অনেকেই সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু পরবর্তীতেই তা ভয়ঙ্কর হতে পারে।
5/10
প্রস্রাবের সময় কিংবা প্রস্রাবের পরবর্তী সময় জ্বালা ও কষ্ট হওয়ার লক্ষণ দেখা যায় কিডনিতে পাথর জমার সমস্যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্রাবের সময় কষ্ট অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।
6/10
প্রস্রাবের রং বদলে যেতে পারে। গোলাপি, লাল কিংবা বাদামি রঙের প্রস্রাব হলে সাবধান। কিডনিতে পাথর জমার অন্যতম লক্ষণ এটি।
7/10
মাথা ঘোরা, বমিভাব দেখা দেয় এই সমস্যায়। কোনও কিছু খেলেই যদি বমি বমিভাব অনুভূত হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
8/10
বর্তমানে জ্বর দেখা দিলেই আমাদের মনে সাধারণ জ্বর কিংবা করোনা সংক্রমণের চিন্তা সবার প্রথমে আসে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনিতে পাথর জমলেও জ্বর হয়।
9/10
পিঠ এবং পাঁজরের দুপাশে ব্যথা অনুভব, প্রস্রাবের সমস্যা এবং তার সঙ্গে জ্বর দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রস্রাবের সঙ্গে যদি রক্ত দেখা দেয়, তাহলে তা আরও চিন্তার।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।