এক্সপ্লোর
Heart Attack : কারও হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কী করবেন ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/4078a82165e5ce9228c3cb9abb5334e0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে : Pixabay
1/10
![একাধিক কারণে হতে পারে হার্ট অ্যাটাক। কেউ হৃদরোগে আক্রান্ত হলে তাঁর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। কিন্তু, তার আগে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/394659692a460258b45a99f1424ea3578f09d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক কারণে হতে পারে হার্ট অ্যাটাক। কেউ হৃদরোগে আক্রান্ত হলে তাঁর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। কিন্তু, তার আগে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
2/10
![কারও হার্ট অ্যাটাক হলে কী করে পরিস্থিতির মোকাবিলা করবেন ? এক্ষেত্রে সবার আগে প্রয়োজন ফার্স্ট এইডের বিষয়ে ওয়াকিবহাল থাকা। যাতে করে মৃত্যু ঠেকানো যায়। সময়ে হাসপাতালে পৌঁছানো যায় সংশ্লিষ্ট ব্যক্তিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/efaf98db2eac3a61946ca0282ae6ddd47d72a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কারও হার্ট অ্যাটাক হলে কী করে পরিস্থিতির মোকাবিলা করবেন ? এক্ষেত্রে সবার আগে প্রয়োজন ফার্স্ট এইডের বিষয়ে ওয়াকিবহাল থাকা। যাতে করে মৃত্যু ঠেকানো যায়। সময়ে হাসপাতালে পৌঁছানো যায় সংশ্লিষ্ট ব্যক্তিকে।
3/10
![হার্ট অ্যাটাকের উপসর্গগুলি জেনে রাখতে হবে আপনাকে। মূলত, কেউ হৃদরোগে আক্রান্ত হলে তাঁর তীব্র বুকে যন্ত্রণা হয়। বুকের মাঝখানে ব্যথা অনুভব হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/792069df363c9e9a3737d98e38ffb46e26a49.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হার্ট অ্যাটাকের উপসর্গগুলি জেনে রাখতে হবে আপনাকে। মূলত, কেউ হৃদরোগে আক্রান্ত হলে তাঁর তীব্র বুকে যন্ত্রণা হয়। বুকের মাঝখানে ব্যথা অনুভব হতে পারে।
4/10
![এমনকী চোয়াল, কাঁধ, হাত, পেট এবং পিঠেও ব্যথা অনুভূত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/efc7da8df082905ed77570509e96f33c647ab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এমনকী চোয়াল, কাঁধ, হাত, পেট এবং পিঠেও ব্যথা অনুভূত হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।
5/10
![সংশ্লিষ্ট ব্যক্তি বাঁ হাতে অসাড়তা অনুভব করতে পারেন। এছাড়া শ্বাসকষ্ট ও দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাকের সময় ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়বে এবং প্রচুর ঘাম হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/ea0323f5ac1a2b11042a523c8a2c49a1238cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংশ্লিষ্ট ব্যক্তি বাঁ হাতে অসাড়তা অনুভব করতে পারেন। এছাড়া শ্বাসকষ্ট ও দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাকের সময় ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়বে এবং প্রচুর ঘাম হবে।
6/10
![এই পরিস্থিতিতে এক মুহূর্তও অপেক্ষা করা যাবে না। প্রথমেই এমার্জেন্সি নম্বরে ফোন করুন। অ্যাম্বুলেন্স পরিষেবা চান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/5f732a84bfba6ba0230e11ef4e49ba38bfaf5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই পরিস্থিতিতে এক মুহূর্তও অপেক্ষা করা যাবে না। প্রথমেই এমার্জেন্সি নম্বরে ফোন করুন। অ্যাম্বুলেন্স পরিষেবা চান।
7/10
![ফার্স্ট এইড চলাকালীন, যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা অতি জরুরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/d89f8359edc7d84465db4be60b9b9420f15f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফার্স্ট এইড চলাকালীন, যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা অতি জরুরি।
8/10
![মেডিক্যাল এমার্জেন্সিতে কল করার পর, সংশ্লিষ্ট ব্যক্তিকে কোথাও আরাম করে বসতে সাহায্য করুন। ঠিকমতো বসতে পারলে বুকে চাপ কম পড়বে। তাছাড়া ঠিক করে বসে পড়লে মূর্ছা যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এমনই বলেন বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/cc6cbcc3c987ea01bf1ea1ea9a58d0c2348f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেডিক্যাল এমার্জেন্সিতে কল করার পর, সংশ্লিষ্ট ব্যক্তিকে কোথাও আরাম করে বসতে সাহায্য করুন। ঠিকমতো বসতে পারলে বুকে চাপ কম পড়বে। তাছাড়া ঠিক করে বসে পড়লে মূর্ছা যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এমনই বলেন বিশেষজ্ঞরা।
9/10
![যতক্ষণ না চিকিৎসা পরিষেবা শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। সবকিছু ঠিক হয়ে যাবে, এরকম একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করুন আক্রান্ত ব্যক্তিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/134166cbbb3aa78cb0865b8c0dff70e2aac79.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যতক্ষণ না চিকিৎসা পরিষেবা শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। সবকিছু ঠিক হয়ে যাবে, এরকম একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করুন আক্রান্ত ব্যক্তিকে।
10/10
![আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে পড়লে, তাঁকে সিপিআর দিতে পারেন (এগুলো পরামর্শ মাত্র। সঠিক পদক্ষেপের জন্য প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/11991d15f6b374fd94b1be9dc8471259a309d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আক্রান্ত ব্যক্তি অচেতন হয়ে পড়লে, তাঁকে সিপিআর দিতে পারেন (এগুলো পরামর্শ মাত্র। সঠিক পদক্ষেপের জন্য প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন)।
Published at : 21 Mar 2022 09:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)