এক্সপ্লোর
Sleep Deprivation: কম ঘুম হচ্ছে আপনার? কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন?
Sleeping Problems: ঘুমের সমস্যা হলে অর্থাৎ নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দেবে। তাই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। টানা অনেকদিন রাতে ঠিকভাবে ঘুম না হলে চিকিৎসকের পরামর্শ নিন।
![Sleeping Problems: ঘুমের সমস্যা হলে অর্থাৎ নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দেবে। তাই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। টানা অনেকদিন রাতে ঠিকভাবে ঘুম না হলে চিকিৎসকের পরামর্শ নিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/07b40cfbb7453d8a7edb2fd309ea4f7a1704718488933485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
![সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন। আর সেই ঘুম রাতে হওয়াই দরকার। কারণ রাতে ঘুম দিনে ঘুমিয়ে লাভ হয় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/c0548356ac4169a8b982ab6e23eb85fde80ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন। আর সেই ঘুম রাতে হওয়াই দরকার। কারণ রাতে ঘুম দিনে ঘুমিয়ে লাভ হয় না।
2/10
![প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে, এমনটাই বলেন চিকিৎসকরা। আর এই পরিমাণ ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একদিন, দু'দিন ঘুম না হলেই আপনার শরীর জানান দেবে যে সবকিছু ঠিক নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/0356bed488447423f7dd502e5c704b97f850b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে, এমনটাই বলেন চিকিৎসকরা। আর এই পরিমাণ ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। একদিন, দু'দিন ঘুম না হলেই আপনার শরীর জানান দেবে যে সবকিছু ঠিক নেই।
3/10
![অনেকেরই বিভিন্ন কারণে রাত জাগার অভ্যাস রয়েছে। কেউ রাতে কাজকর্ম করেন। কেউ বা পড়াশোনা করেন। দীর্ঘদিন ধরে রাত জাগার অভ্যাস থাকলে আপনার রাতের স্লিপ সাইকেল ঠিক থাকবে না। ফলে সমস্যা দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/d19d70ab926993c6a34a10d3aa4d032623d4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেকেরই বিভিন্ন কারণে রাত জাগার অভ্যাস রয়েছে। কেউ রাতে কাজকর্ম করেন। কেউ বা পড়াশোনা করেন। দীর্ঘদিন ধরে রাত জাগার অভ্যাস থাকলে আপনার রাতের স্লিপ সাইকেল ঠিক থাকবে না। ফলে সমস্যা দেখা যাবে।
4/10
![আপনার যে সঠিক পরিমাণে ঘুম হচ্ছে না এবং সেই কারণেই শরীর খারাপ হচ্ছে সেটা বুঝবেন কীভাবে? বেশ কয়েকটি লক্ষণ থেকে এই সমস্যা চেনা এবং বোঝা যায়। সেগুলো কী কী, জেনে নেওয়া যাক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/0d5c02c872ecc2e606afeeb03b1ef23fd7f6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আপনার যে সঠিক পরিমাণে ঘুম হচ্ছে না এবং সেই কারণেই শরীর খারাপ হচ্ছে সেটা বুঝবেন কীভাবে? বেশ কয়েকটি লক্ষণ থেকে এই সমস্যা চেনা এবং বোঝা যায়। সেগুলো কী কী, জেনে নেওয়া যাক।
5/10
![রাতে যদি সঠিক পরিমাণে ঘুম না হয় তাহলে সারাদিন কাজে এয়ার্জি পাবেন না আপনি। সারাদিনই একটা ক্লান্ত, অবসন্ন ভাব থাকবে। ঝিমিয়ে থাকবেন আপনি। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/9924f57b034b0db1c8920bc7277af1a7fb30e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতে যদি সঠিক পরিমাণে ঘুম না হয় তাহলে সারাদিন কাজে এয়ার্জি পাবেন না আপনি। সারাদিনই একটা ক্লান্ত, অবসন্ন ভাব থাকবে। ঝিমিয়ে থাকবেন আপনি। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যাবেন।
6/10
![রাতে ঠিকভাবে ঘুমোতে না পারলে দিনের বেলা প্রায় সারাক্ষণই ঘুম পাবে আপনার। কাজের ফাঁকে অজান্তেই হয়তো চোখ লেগে যাবে। এর ফলে কাজে ভুল হয়ে যেতে পারে। তাই রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমনোর চেষ্টা করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/2a515053c11f3d609fdd77aec4ee1a7f88da6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতে ঠিকভাবে ঘুমোতে না পারলে দিনের বেলা প্রায় সারাক্ষণই ঘুম পাবে আপনার। কাজের ফাঁকে অজান্তেই হয়তো চোখ লেগে যাবে। এর ফলে কাজে ভুল হয়ে যেতে পারে। তাই রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমনোর চেষ্টা করুন।
7/10
![অনেকেই অফিসের কাজ বিশেষ করে শিফটিং ডিউটির কারণে ঠিকভাবে ঘুমোতে পারেন না। স্লিপ সাইকেলের কোনও ঠিক থাকে না। একদিন ১০ ঘণ্টা ঘুমোতে পারছেন তো একদিন ৪ ঘণ্টা। এরকম থাকলে নিজেকেই সারাদিনের রুটিন আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। যাতে কাজের মধ্যেও সঠিক পরিমাণ বিশ্রামের সুযোগ পান আপনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/c46d1132cc00f91589260ab0cd5038d00a053.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনেকেই অফিসের কাজ বিশেষ করে শিফটিং ডিউটির কারণে ঠিকভাবে ঘুমোতে পারেন না। স্লিপ সাইকেলের কোনও ঠিক থাকে না। একদিন ১০ ঘণ্টা ঘুমোতে পারছেন তো একদিন ৪ ঘণ্টা। এরকম থাকলে নিজেকেই সারাদিনের রুটিন আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। যাতে কাজের মধ্যেও সঠিক পরিমাণ বিশ্রামের সুযোগ পান আপনি।
8/10
![প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম না হলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা বাড়তে পারে। রাতে তাই পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/3b8781329ef8674b9156d91bf377f91a6c57a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম না হলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি অ্যাসিডিটি, গ্যাস এইসব সমস্যা বাড়তে পারে। রাতে তাই পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।
9/10
![রাতে ঠিকভাবে ঘুম না হলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় পরের দিন সকাল থেকে মাথা ভার হয়ে রয়েছে কিংবা মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। সাময়িক আরামের জন্য হয়তো আপনি ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু সেটা সমাধান নয়। ঠিকভাবে ঘুমোতে পারলে এই মাথা যন্ত্রণার সমস্যা হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/8efbf491192f9a588734c8981c3f76e832b94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাতে ঠিকভাবে ঘুম না হলে অনেকের ক্ষেত্রেই দেখা যায় পরের দিন সকাল থেকে মাথা ভার হয়ে রয়েছে কিংবা মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। সাময়িক আরামের জন্য হয়তো আপনি ওষুধ খেয়ে ফেলেন। কিন্তু সেটা সমাধান নয়। ঠিকভাবে ঘুমোতে পারলে এই মাথা যন্ত্রণার সমস্যা হবে না।
10/10
![ঘুম ঠিকঠাক না হলে শরীরের পাশাপাশি আপনার মন-মেজাজও ভাল থাকবে না। অকারণ খিটখিট করবেন আপনি। অল্পেই রেগে যাবেন আপনি। কোনও কাজে মনঃসংযোগ করতে পারবেন না। তাই সবকিছুর মধ্যেই ঘুমের সময় আপনাকে খুঁজে নিতেই হবে এবং ঘুমের সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/34d0500bbc52155b15687d4c9b0497bee08f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘুম ঠিকঠাক না হলে শরীরের পাশাপাশি আপনার মন-মেজাজও ভাল থাকবে না। অকারণ খিটখিট করবেন আপনি। অল্পেই রেগে যাবেন আপনি। কোনও কাজে মনঃসংযোগ করতে পারবেন না। তাই সবকিছুর মধ্যেই ঘুমের সময় আপনাকে খুঁজে নিতেই হবে এবং ঘুমের সমস্যা দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
Published at : 08 Jan 2024 06:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)