এক্সপ্লোর
Hair Care: শ্যাম্পু-কন্ডিশনিং-মাস্ক, রঙিন চুলের সঠিক যত্নের খুঁটিনাটি
Hair Colour: পুজোর আগে নিজের লুকে বদল আনতে অনেকেই রং করান চুলে। কিন্তু শখের রং ধরে রাখতে কীভাবে যত্ন নিতে হবে চুলের? জানা আছে?
চুলের যত্ন
1/10

চুলে রং করা থাকলে যত কম তা শ্যাম্পু দিয়ে ধোবেন তত ভাল। সপ্তাহে দু-তিনবার ঠিক আছে। গোড়ার সমস্ত তেল শুকোতে এমনিতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলেই ভাল। প্রায়দিনই শ্যাম্পু করার অভ্যাস যাঁদের আছে, তাঁরা সেই অভ্যাস থেকে বিরত থাকলেই ভাল।
2/10

বছরের পর বছর ধরে রোজই প্রায় শ্যাম্পু করে আসছেন তবে চুল রং করিয়ে এবার শ্যাম্পু বাদ দিয়ে সোজা কন্ডিশনার ব্যবহার করুন। তাতে চুল হবে নরম, উজ্জ্বল। চুল পাবে পুষ্টিও। এবং রংও ধুয়ে যাবে না।
Published at : 14 Oct 2023 08:57 AM (IST)
আরও দেখুন






















