এক্সপ্লোর
National Mathematics Day : অঙ্কে ভয়? ভালোবাসা তৈরির চেষ্টা ছিল তাঁর, রামানুজনের শ্রদ্ধায় জাতীয় গণিত দিবস
National Mathematics Day, Srinivasa Ramanujan
1/10

আজ ন্যাশনাল ম্যাথেমেটিক্স ডে। ২০১২ সাল থেকে জাতীয় অঙ্ক দিবস হিসেবে পালিত হচ্ছে ২২ ডিসেম্বর।
2/10

প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনকে সম্মান জানাতে বেছে নেওয়া হয়েছিল দিনটিকে।
3/10

১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রামানুজন। মাত্র ৩২ বছর বয়সে টিউবারকিউলোসিসে মৃত্যু হয় তাঁর।
4/10

অঙ্কে বরাবরই প্রবল উৎসাহ থাকলেও বাকি বিষয়গুলোতে সেভাবে নজর না দেওয়ার জেরে ১৯০৩ সালে কুম্বাকোনাম গর্ভমেন্ট কলেজের পরীক্ষায় অনুত্তীর্ণ হন তিনি।
5/10

১৯১২ সালে রামানুজন পোর্ট ট্রাস্টে কাজ করা শুরু করেন, যেখানে তাঁর সহকর্মীরা উপলব্ধি করেন ম্যাথেমেটিক্স জিনিয়াসের দক্ষতা। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে যান তিনি।
6/10

প্রথম বিশ্বযুদ্ধ শুরুর কিছু আগেই ট্রিনিটি কলেজে ভর্তি হন রামানুজন। সেখান থেকে ১৯১৭ সালে সুযোগ পান লন্ডন ম্যাথেমেটিক্স সোসাইটিতে।
7/10

ঠিক পরের বছরই এপিলিপটিক ফাংশনস অ্যান্ড থিওরি অফ নম্বর নিয়ে তাঁর রিসার্চের সুবাদে রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
8/10

২০১৫ সালে প্রকাশিত সিনেমা 'দ্য ম্যান হু নিউ ইনফিনিটি' সিনেমায় রামানুজনের জীবনযাত্রা ও অঙ্কের জগতে তাঁর অনন্য অবদান সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
9/10

সাধারণ মানুষের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা বাড়ানো ও জনমানসের উন্নতিই ছিল রামানুজনের লক্ষ্য। তাঁর দেওয়া অনেক অঙ্কের ফর্মুলার বিস্তারিত ব্যাখ্যা এখনও আবিষ্কার করতে পারেননি অনেকেই।
10/10

ম্যাথেমেটিক্যাল অ্যানালিসিস, নম্বর থিওরি, ইনফাইনাইট সিরিজ ও ফ্র্যাকশন নিয়ে শ্রীনিবাস রামানুজনের একাধিক কাজ এখনও অঙ্ক-জগতের উজ্জ্বল নক্ষত্র।
Published at : 22 Dec 2021 07:51 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















