এক্সপ্লোর
Durga Puja: কানাডায় দেবী বরণ, ব্রাহ্মণের সঙ্গে অব্রাহ্মণ মহিলারাও পৌরহিত্য করেন এই পুজোর
Canada Durga Puja: উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পুজো শুরু হয়েছে অক্টোবর ২০ তারিখে
ইস্ট কোস্ট বাঙালি সোসাইটির পুজো
1/7

বাঙালি মানেই দুর্গাপূজা। তা সে এদেশ হোক কিংবা বিদেশ। দেবী আরাধনা চলে বিশ্বের সর্বত্র। এবার নতুন সাজ ও আড়ম্বনায় মাতোয়ারা ইস্ট কোস্ট বাঙালি সোসাইটি সুদূর কলকাতা থেকে নিয়ে আশা ফাইবারে গ্লাসের দূর্গা প্রতিমায় চলছে পুজো।
2/7

এই পুজোর সব থেকে চমকপ্রদ বিষয় হল এখানে ধর্মন্ধতা ও গোড়ামি কে ভুলে পুরুষ ব্রাহ্মণ সাথে অব্রাহ্মণ মহিলারাও পৌরহিত্য করবে। যেটা গোটা দেশ ও বিশ্বের কাছে এক গর্বের বিষয়।
Published at : 22 Oct 2023 07:27 AM (IST)
আরও দেখুন






















