এক্সপ্লোর
Ayodhya Ram Mandir:উদ্বোধনের আগের দিন ফুল-আলোর রোশনাইয়ে সেজে উঠল রামমন্দির
Temple Inaugurationমন্দিরের মূল তোরণ জুড়ে এখন আলোর রোশনাই। শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে। ব্যস্ততায় শ্বাস ফেলার সময় নেই নির্মাণ-শ্রমিকদের।
উদ্বোধনের আগের দিন ফুল-আলোর রোশনাইয়ে সেজে উঠল রামমন্দির (ছবি:PTI)
1/8

শাস্ত্র মেনে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে নানা আচার। এখন অপেক্ষা 'গ্র্যান্ড ফিনালে' -র, যার জন্য অযোধ্যার মানুষ তো বটেই, গোটা দেশ তথা বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও উত্তেজনা চরমে। সোমবারের এই অনুষ্ঠানের আগে কেমন লাগছে অযোধ্যার এই মন্দিরকে? (ছবি:PTI)
2/8

মন্দিরের মূল তোরণ জুড়ে এখন আলোর রোশনাই। শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে। ব্যস্ততায় শ্বাস ফেলার সময় নেই নির্মাণ-শ্রমিকদের। (ছবি:PTI)
Published at : 21 Jan 2024 04:25 PM (IST)
আরও দেখুন






















