এক্সপ্লোর
Ayodhya Ram Mandir:উদ্বোধনের আগের দিন ফুল-আলোর রোশনাইয়ে সেজে উঠল রামমন্দির
Temple Inaugurationমন্দিরের মূল তোরণ জুড়ে এখন আলোর রোশনাই। শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে। ব্যস্ততায় শ্বাস ফেলার সময় নেই নির্মাণ-শ্রমিকদের।

উদ্বোধনের আগের দিন ফুল-আলোর রোশনাইয়ে সেজে উঠল রামমন্দির (ছবি:PTI)
1/8

শাস্ত্র মেনে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে নানা আচার। এখন অপেক্ষা 'গ্র্যান্ড ফিনালে' -র, যার জন্য অযোধ্যার মানুষ তো বটেই, গোটা দেশ তথা বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও উত্তেজনা চরমে। সোমবারের এই অনুষ্ঠানের আগে কেমন লাগছে অযোধ্যার এই মন্দিরকে? (ছবি:PTI)
2/8

মন্দিরের মূল তোরণ জুড়ে এখন আলোর রোশনাই। শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে। ব্যস্ততায় শ্বাস ফেলার সময় নেই নির্মাণ-শ্রমিকদের। (ছবি:PTI)
3/8

শ্রী রামজন্মভূতি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সাধারণ সম্পাদক, চম্পত রাই জানান, আগামী ২৩ জানুয়ারি থেকেই জনসাধারণের জন্য রামমন্দিরের দরজা খুলে যাবে। (ছবি:PTI)
4/8

গত ১৬ জানুয়ারি থেকে টানা, নানা রীতিনীতি চলে আসছে। এর মধ্য়েই কাতারে কাতারে রামভক্ত এসে জড়ো হয়েছেন অযোধ্যায়। সকলের মুখেই রামের নাম, ভজন। সোমবার সন্ধ্যায় প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে ১০ লক্ষ মাটির প্রদীপ জ্বলবে অযোধ্যায়। (ছবি:PTI)
5/8

শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে জাঁকজমকপূর্ণ সঙ্গীত পরিবেশন করা হবে। তার নাম দেওয়া হয়েছে 'মঙ্গল ধ্বনি।' (ছবি:PTI)
6/8

সোমবার সকাল ১০টা নাগাদ এই সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা। আসল পর্ব শুরু হবে বেলা ১২টা ২০ মিনিটে। শেষ হবে বেলা ১টা নাগাদ। (ছবি:PTI)
7/8

রামমন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় ব্যাপক উৎসাহের আমেজ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় আসবেন। (ছবি:PTI)
8/8

বড়সড় মাত্রায় এই অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। তার মধ্যে ফুলের সাজ, আলোর রোশনাইয়ে ঝলমল করছে রামমন্দির। এবার শুধু প্রাণপ্রতিষ্ঠার অপেক্ষা। (ছবি:PTI)
Published at : 21 Jan 2024 04:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
