এক্সপ্লোর
INS Tarkash: সাগরের বুকে যৌথ মহড়া, কেরামতি দেখাল ভারতীয় নৌবাহিনী
Indian Navy: লং রেঞ্জ ওভারসিজ ডেপ্লয়মেন্ট-এর অংশ হিসেবে এই মহড়ায় আইএনএস তারকাশ।

ছবি: টুইটার, পিটিআই
1/8

ভারতের নিরাপত্তা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভারতের নৌবাহিনী। তিন দিন থেকে সমুদ্রে ঘেরা ভারত। এত বড় উপকূল যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই নিরাপত্তা ও সামুদ্রিক সম্পর্কের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি; টুইটার/ পিটিআই
2/8

ভারতের সঙ্গে পড়শি দেশগুলি এবং আরও একাধিক দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভারতের নৌবাহিনী। ছবি; টুইটার/ পিটিআই
3/8

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মহড়া চালায় ভারতীয় নৌবাহিনী। বাহিনীর Long Range Overseas Deployment 2022-এর অংশ হিসেবে বিভিন্ন দেশে গিয়েছে আইএনএস তারকাশ (INS Tarkash)। ছবি; টুইটার/ পিটিআই
4/8

জুলাই মাস ধরে বিভিন্ন দেশের বন্দরে গিয়েছে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ। স্পেন, মরক্কো, সুদান-সহ একাধিক দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করেছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তারকাশ। ছবি; টুইটার/ পিটিআই
5/8

ভূমধ্যসাগরীয় অঞ্চলে বন্ধুত্বের সম্পর্ক থাকা দেশগুলির সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়া আরও ভাল করার লক্ষ্যেই এই কাজ। ছবি; টুইটার/ পিটিআই
6/8

স্পেনের বন্দর ভ্যালেন্সিয়ার কাছে স্প্যানিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে মহড়া চালিয়েছে ভারতীয় নৌবাহিনীর আইএনএস তারকাশ। ছবি; টুইটার/ পিটিআই
7/8

শুধু স্পেনের নৌবাহিনীই হয়। এই সফরে সুদানের নৌবাহিনীর সঙ্গেও মহড়া করেছে আইএনএস তারকাশ। ৭ জুলাই সুদান নেভাল বেসের কাছে লোহিত সাগরে এই মহড়া হয়। ছবি; টুইটার/ পিটিআই
8/8

মরক্কোর নৌবাহিনীর সঙ্গেও যৌথ মহড়া যোগ দিয়েছিল আইএনএস তারকাশ। ক্যাসাব্লাঙ্কা বন্দরের কাছে এই মহড়া হয়। ছবি; টুইটার/ পিটিআই
Published at : 28 Jul 2022 04:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
