এক্সপ্লোর
টাকার নোট, মোবাইলের স্ক্রিনে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস, দাবি গবেষণায়
1/5

গবেষকদের দাবি, ব্যাঙ্ক নোট ও ফোনের স্ক্রিনে প্রায় ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি-র গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
2/5

অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের বায়োসিকিউরিটি ল্যাবরেটরি-র গবেষণা অনুসারে, ব্যাঙ্ক নোট, কাঁচ ও অন্যান্য মসৃণ সামগ্রীর ওপর কয়েক সপ্তাহ ধরে সংক্রামক থাকতে পারে। ফলে কাগজের নোট, টাচস্ক্রিন ডিভাইসের মতো সামগ্রী থেকে সংক্রমণের ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে গবেষণায়।
Published at :
আরও দেখুন






















