এক্সপ্লোর
Sawan Somvar 2024 : কেন শিবের প্রিয় মাস শ্রাবণ ? এবার ক'টা সোমবার পড়েছে ? কবে শুরু ও শেষ ?
শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন।

দেবাদিদেব মহাদেব (Pixabay)
1/10

দেবতাদেরও দেবতা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস এটি।
2/10

এই পুরো মাসজুড়ে যাঁরা ভোলেনাথের অভিষেক, পুজো, মন্ত্র, জপ করেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না।
3/10

শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন।
4/10

এই বছরে কবে থেকে পড়ছে শ্রাবণ মাস ? চলুন জেনে নেওয়া যাক, এবার ক'টা শ্রাবণ সোমবার পড়ছে। কী গুরুত্ব রয়েছে এই মাসের ?
5/10

আগামী ২২ জুলাই শ্রাবণ মাসের শুরু হচ্ছে। শেষ হবে ১৯ অগাস্ট।
6/10

এবছর শ্রাবণ সোমবার পড়েছে ৫টি। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে।
7/10

এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে। এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে।
8/10

শিবপুরাণ বলে যে এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার রীতি রয়েছে।
9/10

শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার দু'টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন।
10/10

দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।
Published at : 19 Jun 2024 03:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
