এক্সপ্লোর
Shani Jayanti 2024: শনি জয়ন্তীর দিনেই ৩ শুভ যোগ, বড়ঠাকুরের আশীর্বাদে কোন রাশির ভাগ্য চমকাবে সোনার মতো?
Shani Astrology: এবার শনি জয়ন্তীতে বুধ, সূর্য, বৃহস্পতি, শুক্র ও চন্দ্র বৃষ রাশিতে উপস্থিত থাকবেন। কোন রাশির ভাগ্য চমকাবে সোনার মতো?
বড়ঠাকুরের আশীর্বাদে কোন রাশির ভাগ্য চমকাবে সোনার মতো?
1/7

এ বছরের শনি জয়ন্তী খুব বিশেষ হতে চলেছে, কারণ এই দিনে অনেকগুলি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যারা উপাসনা ও উপবাস করেন তারা শনির শুভ অবস্থানের প্রভাব পাবেন। জেনে নিন শনি জয়ন্তীর শুভ ফল।
2/7

শনি জয়ন্তী ৬ জুন ২০২৪ তারিখে। জ্যৈষ্ঠ অমাবস্যায় শনির জন্ম হয়েছিল। এবার শনি জয়ন্তীতে বুধ, সূর্য, বৃহস্পতি, শুক্র ও চন্দ্র বৃষ রাশিতে উপস্থিত থাকবেন। এতে পঞ্চগ্রাহী যোগ তৈরি হবে। এর প্রভাবে ব্যক্তি সম্পদ ও সম্পত্তি অর্জন করে এবং তার ব্যক্তিত্ব উন্নত হয়। পুজো ও পাঠ সফল হয়।
Published at : 18 May 2024 03:11 PM (IST)
আরও দেখুন





















