এক্সপ্লোর
Science Behind Colours: চারপাশ রঙিন লাগে চোখে, কিন্তু সাদা-কালো-গোলাপি কি আদৌ রং? বিজ্ঞান যা বলে...
Black and White: রং বলে ধরি আমরা, কিন্তু বিজ্ঞান মানে না। সাদা-কালো এমনকি গোলাপি রংয়ের গোত্রে পড়ে না বলে মত বিজ্ঞানের।
ছবি: ফ্রিপিক।
1/12

লাল-নীল-সবুজ বা সাদা-কালোয় থেমে নেই জীবন। ধূসরের মর্ম বুঝতে শিখেছি আমরা। পাশাপাশি নিত্য-নতুন রং চিনতেও শিখেছি।
2/12

কিন্তু ছোট থেকে যেন শুধু চোখের দেখাকে সত্য বলে মেনে নেওয়া ঠিক নয় বলে শুনে আসছি আমরা, রংয়ের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এমনকি সাদা এবং কালোকে আদৌ রং বলা উচিত কিনা, সেই নিয়ে রয়েছে বিতর্কও।
Published at : 19 Nov 2023 09:30 PM (IST)
আরও দেখুন






















