এক্সপ্লোর
Chandrayaan-3: চাঁদের আরও কাছে চন্দ্রযান, ইঞ্জিনের গতি বাড়ালো ইসরো
এই সময়ের জন্য মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করল ইসরো

এই সময়ের জন্য মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করল ইসরো
1/7

প্রায় ১৫ দিন ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরে এবার চাঁদের রাস্তায় নামানোর জন্য প্রস্তুত হচ্ছে চন্দ্রযান-৩। মহাকাশযানটি আজ রাতে গুরুত্বপূর্ণ ট্রান্স লুনার ইনজেকশনের মধ্যে যাবে বলে জানান হয়েছে।
2/7

১ অগাস্ট সকাল ১২টা থেকে ১টার মধ্যে চাঁদের কক্ষপথ ধরতে পারে চন্দ্রযান, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।
3/7

এই সময়ের জন্য মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করল ইসরো। এই কাজটি করা হয়েছে, TLI-এর মাধ্যমে।
4/7

এই TLI- Trans lunar injection হল এমন একটি কৌশল যা ট্রাজেক্টোরিতে সেট করতে ব্যবহৃত হয়। এই কাজে একটি রাসায়নিক রকেট ইঞ্জিন এই বেগ বৃদ্ধির কাজ করেন।
5/7

এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথ ধরার চেষ্টা করবে। তাই এই ট্রান্স লুনার ইঞ্জেকশন চন্দ্রযান অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
6/7

যদিও লুনার অরবিট ইনসার্শন করার প্রসেসটি যথেষ্ট জটিল। সেই সব কাটিয়ে যাতে সুষ্ঠ ভাবে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করতে পারে চন্দ্রযান-৩ সেই যান্ত্রিক ব্যবস্থা রেখেছে ইসরো।
7/7

সোমবার মধ্যরাতে ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়া সম্পন্ন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটি চলবে মোটামুটি ২৮ থেকে ৩১ মিনিট।
Published at : 31 Jul 2023 03:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
