এক্সপ্লোর
Chandrayaan 3: সফট-ল্যান্ডিং কী? কেন এই 'অবতরণ' এবারের চন্দ্রাভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ISRO Lunar Mission: এবার আরও সতর্ক ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সফল অবতরণের ব্যাপারে একটুও ঝুঁকি নিচ্ছেন না বিজ্ঞানীরা।
ছবি সূত্র- ISRO
1/10

গত ১৪ জুলাই চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩। এর আগে ২০১৯ সালে চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান ২। তবে সেই মিশন সফল হয়নি। এর প্রায় চারবছর পরে ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর তৃতীয়বার চাঁদে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশযান।
2/10

এবার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, যে অংশে এখনও পৌঁছতে পারেনি কোনও দেশের মহাকাশযান। সব ঠিক থাকলে ইতিহাস তৈরি করবে ভারত। সাক্ষী থাকবে গোটা দেশ। এখনও পর্যন্ত অভিযানে সফল হয়েছে চন্দ্রযান ৩।
Published at : 02 Aug 2023 02:33 PM (IST)
আরও দেখুন






















