এক্সপ্লোর
Year Ender 2023: সোনার নেকলেস থেকে কুষাণ যুগের মুদ্রা, বছরভর গুপ্তধনের হদিশ মিলল ইতিউতি
Treasures Found in 2023: বছরভর পৃথিবীর বিভিন্ন প্রান্তে গুপ্তধনের সন্ধান। তাতে মহামূল্যবান জিনিসপত্র উদ্ধার। ছবি:পিক্সাবে।

ছবি: পিক্সাবে।
1/10

শেষ হয়ে চলেছে আরও একটি বছর। ইতিহাসের পাতায় আরও একটি বছর যোগ হল যেমন, তেমনই হারিয়ে যাওয়া ইতিহাস পুনরুদ্ধারও করা গিয়েছে এ বছর।
2/10

iপাকিস্তানে মহেঞ্জোদারোর ধ্বংসস্তূপের মধ্যে থাকা বৌদ্ধ স্তূপ থেকে ঘড়াভর্তি তামার মুদ্রা উদ্ধার হয়েছে। সেগুলি কুষাণ যুগের মুদ্রা বলে জানা গিয়েছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
3/10

জার্মানির নদী থেকে সোনার মুদ্রা উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি রামধনু পেয়ালা উদ্ধার হয়েছে। এর আগে পর্যন্ত পৃথিবীতে মাত্র তিনটি রামধনু পেয়ালার হদিশ মিলেছিল। জার্মান লোককথা অনুযায়ী, আকাশে রামধনু থাকাকালীন যে সোনা আকাশ থেকে মাটিতে পড়ে, সেই সোনাকে রামধনু সোনা বলে। ছবি: Münzkabinett Museum.
4/10

আমেরিকার কেন্টাকিতে ভুট্টার জমির নিচে থেকে উদ্ধার হয়েছে গৃহযুদ্ধের সময়কার স্বর্ণমুদ্রা। ১৮৪০ থেকে ১৮৬৩ পর্যন্ত সেগুলি তৈরি হয়। পাশাপাশি রৌপ্যমুদ্রারও হদিশ মিলেছে। ছবি: ভিডিও ফুটেজ।:
5/10

জাপানের টোকিও-তে কারখানার নির্মাণকার্য চলাকালীন মাটি খুঁড়ে ১ লক্ষের বেশি মুদ্রা উদ্ধার হয়। খ্রিস্টপূর্ব ১৭৫ থেকে ১২৬৫ খ্রিস্টাব্দের মধ্যে ওই মুদ্রা প্রচলিত ছিল। চিনা হরফ ব্যবহৃত হয়েছে মুদ্রায়। ছবি: প্রত্নতত্ত্ববিদ Ticia Verveer-এর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
6/10

অভিজাতদের মধ্যে কেশসজ্জায় সোনার হেয়ারব্যান্ড থেকে ক্লিপ ব্যবহারের চল ছিল প্রাচীন কালেও। তেমনই একটি সোনমার হেয়ার রিং উদ্ধার হয়েছে ওয়েলসে। একটি সমাধিক্ষেত্র থেকে সেটি উদ্ধার করা হয়েছে। মিলেছে একটি কাঠের চিরুণিও। সেগুলি প্রায় ৩ হাজার বছর পুরনো বলে জানা গিয়েছে। ছবি: Isle of Anglesey County Council.
7/10

মিশরে, ভূমধ্যসাগর উপসাগর অঞ্চলে একটি খালের নিচে ভগ্ন অবস্থায় একটি মন্দিরের খোঁজ মেলে। সেটি মিশরের উপাস্য দেবতা আমুনের মন্দির। তার মধ্যে থেকে সোনা-রূপার গহনার গুপ্তধন উদ্ধার হয়েছে। ছবি: European Institute for Underwater Archaeology.
8/10

এ বছর জার্মানিতে ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার রয়েছে সাতটি। সেগুলি ব্রোঞ্জযুগে তৈরি বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি মধ্যযুগের প্রায় ৮ হাজার মুদ্রাও পাওয়া গিয়েছে। ছবি: প্রত্নতত্ত্ববিদ Ticia Verveer-এর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
9/10

স্পেনে ধস নামার ফলে মাটির নীচে চাপা পড়ে থাকা ঐতিহাসিক কিছু বস্তু উঠে আসে। ২৫০০ বছর আগে চাপা পড়ে যাওয়া একটি সোনার নেকলেসও পাওয়া গিয়েছে তার মধ্যে থেকে। ইংরেজির C হরফের মতো দেখতে নেকলেসটি। নেকলেসটি আদতে খ্রিস্টপূর্ব ৫০০-তে তৈরি বলে অনুমান বিশেষজ্ঞদের। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
10/10

পোল্যান্ডের একটি জমিতে দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হচ্ছিল একটি ট্র্যাক্টর। তার টুকরো অংশ খুঁজতে গিয়ে মাটির নিচ থেকে ১ হাজার তামার মুদ্রার হদিশ মেলে। একটি মাটির জগের মধ্যে সেগুলি সঞ্চিত ছিল। ১৭ শতকে সেগুলি তৈরি হয় বলে জানা যায়। ছবি: পিক্সাবে।
Published at : 27 Dec 2023 02:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
