এক্সপ্লোর
Science News: রকেটের ধাক্কায় কক্ষপথ থেকে বিচ্যুত, আঙুরের থোকার মতো মহাশূন্যে ঝুলছে গ্রহাণুর টুকরো
Space Science: ঠিক যেন এক থোকা আঙুর। মহাকাশযান আছড়ে ফেলে সরিয়ে দেওয়া হয়েছিল। মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে গ্রহাণুর টুকরো।
ছবি: নাসা।
1/10

দুরন্ত গতিতে ছুটে আসা গ্রহাণু, উল্কাপিণ্ড বা মহাজাগতিক বস্তুর গ্রাস থেকে মানবজাতিকে রক্ষা করাই লক্ষ্য। তাই পরীক্ষামূলক ভাবে ভারী ওজনের মহাকাশযান আছড়ে ফেলা হয়েছিল গ্রহাণুর উপর। তাতেই ছিন্নভিন্ন হয়ে কক্ষপথ থেকে ছিটকে পড়েছিল ডাইমরফস গ্রহাণু। এবার তার কিছু ছিন্নভিন্ন অংশের দেখা মিলল মহাশূন্যে।
2/10

আমেরিকার মহকাশ গবেষণা সংস্থা নাসা-র হাবল স্পেস টেলিস্কোপ মহশূন্যে ডাইমরফসের টুকরোর সন্ধান পেয়েছে। মহাশূন্যে তার ছবিও ক্যামেরাবন্দি করেছে। সেই ছবি হাতে এসে পৌঁছেছে বিজ্ঞানীদের। নাসা-র তরফে প্রকাশ করা হয়েছে হাবল টেলিস্কোপের তোলা সেই ছবি, যা দেখে অভিভূত বিজ্ঞানজগৎ।
Published at : 23 Jul 2023 11:26 PM (IST)
আরও দেখুন






















