এক্সপ্লোর
Science News: ইয়ুঁ হি চলাচল রাহি…’, উড়ল তেরঙ্গা, বাঁধ ভাঙল আবেগ, দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্ল
Shubhanshu Shukla: পৃথিবীতে ফিরেছিলেন আগেই। এবার ঘরের ছেলে ঘরে ফিরলেন। ছবি: পিটিআই।
ছবি: পিটিআই।
1/11

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছিলেন আগেই। এবার প্রকৃত অর্থেই ঘরে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। রবিবার সকালে রাজধানী দিল্লিতে এসে নামলেন তিনি। আর তাঁকে দেখেই বাঁধ ভাঙল আবেগ।
2/11

মহাকাশ থেকে গত ১৫ জুলাই-ই পৃথিবীতে ফিরেছিলেন শুভাংশু। ক্যালিফোর্নিয়া উপকূলে নেমে সোজা কোয়ারান্টিনে চলে গিয়েছিলেন। সেখানে সব কাজকর্ম সেরে এবার নিজের দেশে, প্রিয়জনের কাছে ফিরে এলেন শুভাংশু।
3/11

দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে গিয়েছিলেন শুভাংশু। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে পা রাখেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। দিল্লি বিমানবন্দরে এদিন তাঁকে স্বাগত জানাতে হাজির হন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। শুভাংশুর পরিবারও সেখানে উপস্থিত ছিলেন। ছোট্ট ছেলেকে দেখেই আঁকড়ে ধরেন শুভাংশু।
4/11

শুভাংশুকে দেখতে মানুষের ঢল নেমেছিল সেখানে। জাতীয় পতাকা হাতে তাঁকে স্বাগত জানান অনেকে। হাত মেলানোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। হাসিমুখেই সব আবদার মেনে নেন শুভাংশু।
5/11

শনিবার ভারতের উদ্দেশে রওনা দেওয়ার সময়ই যদিও আবেগপ্রবণ হয়ে পড়েন শুভাংশু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘ভারতে ফেরার জন্য বিমানে বসে নানা অনুভূতি হচ্ছে। এই অভিযানের দরুণ গত এক বছরে যাঁরা আমার বন্ধু, পরিবারের অংশ হয়ে উঠেছিলেন, তাঁদের ছেড়ে যেতে মন কেমন করছে। আবার বন্ধু, পরিবার, দেশের সকলকে দেখার জন্য উত্তেজনাও অনুভব করছি। এটাই হয়ত জীবন, সবকিছু একসঙ্গে ঘটে’।
6/11

শুভাংশু আরও লেখেন, ‘বিদায় সবসময়ই খুব কঠিন। তাও জীবনে এগিয়ে যেতে হয়। আমার কমান্ডার পেগি যেমন বলেন, ‘পরিবর্তনই মহাকাশযাত্রার একমাত্র ধ্রুবক’। জীবনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। দিনের শেষে বলতে হয়, ‘ইয়ুঁ হি চলা চল রাহি-জীবন গাড়ি হ্যায় সময় পহিয়া’।’
7/11

Axiom অভিযানের আওতায় মহাকাশে ১৮ দিন কাটিয়েছেন শুভাংশু। আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তিনি। নিজের খরচে শুভাংশুকে মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, যাতে মহাকাশে মানুষ পাঠানোর 'গগনযান' অভিযানে শুভাংশুর এই অভিজ্ঞতা কাজে লাগে।
8/11

স্বাধীনতা দিবসের ভাষণে শুভাংশুর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভাংশু দেখা করতে পারেন বলেও জানা যাচ্ছে।
9/11

পাশাপাশি, সোমবার লোকসভায় বিশেষ অধিবেশন রয়েছে, যেখানে শুভাংশুর কৃতিত্ব তুলে ধরা হবে। ভারতের মহাকাশ গবেষণা নিয়েও বিশদ আলোচনা হবে সেখানে।
10/11

image 11
11/11

image 2
Published at : 17 Aug 2025 10:39 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















