এক্সপ্লোর
Water Crisis: বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ২০০ কোটি, দু’দশকে বিশ্ব জুড়ে জলসঙ্কট! রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট ঘিরে উদ্বেগ
UN Water Report: এখনই সতর্ক না হলে ঘোর বিপদ অপেক্ষা করছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও সঙ্কটের ইঙ্গিত।
![UN Water Report: এখনই সতর্ক না হলে ঘোর বিপদ অপেক্ষা করছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও সঙ্কটের ইঙ্গিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/ac923aafc55182056e5559350565bbff1679565034335338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: পিক্সাবে।
1/10
![হাতে সময় নেই দু’দশকও। তীব্র জলকষ্ট নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এখনই পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ জলকষ্টে রয়েছে। ২০২৫-এর মধ্যে প্রায় ২৫০ কোটি মানুষ জলকষ্টের শিকার হবেন বলে দাবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/799bad5a3b514f096e69bbc4a7896cd9b15ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হাতে সময় নেই দু’দশকও। তীব্র জলকষ্ট নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এখনই পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ জলকষ্টে রয়েছে। ২০২৫-এর মধ্যে প্রায় ২৫০ কোটি মানুষ জলকষ্টের শিকার হবেন বলে দাবি।
2/10
![রাষ্ট্রপুঞ্জের জল রিপোর্ট ২০২৩-এর রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই মুহূর্তে জলকষ্টের শিকার যাঁরা, তাঁদের ৮০ শতাংশই এশিয়ার বাসিন্দা, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং উত্তর চিনের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/d0096ec6c83575373e3a21d129ff8fef766b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাষ্ট্রপুঞ্জের জল রিপোর্ট ২০২৩-এর রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই মুহূর্তে জলকষ্টের শিকার যাঁরা, তাঁদের ৮০ শতাংশই এশিয়ার বাসিন্দা, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং উত্তর চিনের।
3/10
![জলকষ্টের রিপোর্টে শহরাঞ্চলে সবচেয়ে বেশি সঙ্কটের ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০১৬ সালে শহুরে জনসংখ্যার নিরিখে ৯৩ কোটির বেশি মানুষ জলকষ্টে ছিলেন। ২০৫০ আসতে আসতে তা বেড়ে ২৫০ কোটিতে পৌঁছতে পারে, যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880058a83.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলকষ্টের রিপোর্টে শহরাঞ্চলে সবচেয়ে বেশি সঙ্কটের ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২০১৬ সালে শহুরে জনসংখ্যার নিরিখে ৯৩ কোটির বেশি মানুষ জলকষ্টে ছিলেন। ২০৫০ আসতে আসতে তা বেড়ে ২৫০ কোটিতে পৌঁছতে পারে, যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।
4/10
![এর মধ্যে ভারতের অবস্থা তীব্রতর হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে, এখন থেকেই রাশ শক্ত করে ধরার কথা বলা হয়েছে রিপোর্টে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/fe5df232cafa4c4e0f1a0294418e566068932.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর মধ্যে ভারতের অবস্থা তীব্রতর হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে, এখন থেকেই রাশ শক্ত করে ধরার কথা বলা হয়েছে রিপোর্টে।
5/10
![ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রি আজুলে বলেন, “ভবিষ্যতের প্রশ্নে জল অপরিহার্য। তাই সঙ্কটের হাত থেকে নিস্তার পেতে হলে সকলের একজোট হয়ে এগিয়ে আসা উচিত।”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/156005c5baf40ff51a327f1c34f2975b8fbb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রি আজুলে বলেন, “ভবিষ্যতের প্রশ্নে জল অপরিহার্য। তাই সঙ্কটের হাত থেকে নিস্তার পেতে হলে সকলের একজোট হয়ে এগিয়ে আসা উচিত।”
6/10
![শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও ধরা পড়েছে যে, এই মুহূর্তে বিশুদ্ধ পানীয় জল পানের সুবিধা থেকেই বঞ্চিত ২০০ কোটি মানুষ। পরিচ্ছন্নতা থেকে দূরে ৩৬০ কোটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/8cda81fc7ad906927144235dda5fdf15bab9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও ধরা পড়েছে যে, এই মুহূর্তে বিশুদ্ধ পানীয় জল পানের সুবিধা থেকেই বঞ্চিত ২০০ কোটি মানুষ। পরিচ্ছন্নতা থেকে দূরে ৩৬০ কোটি।
7/10
![রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস জানিয়েছেন, মানবসভ্যতার প্রাণশক্তি জল। নিজেদের বেঁচে থাকার জন্য, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, তা অপরিহার্য উপাদান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/18e2999891374a475d0687ca9f989d8375a5f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস জানিয়েছেন, মানবসভ্যতার প্রাণশক্তি জল। নিজেদের বেঁচে থাকার জন্য, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, তা অপরিহার্য উপাদান।
8/10
![তাই জল সংরক্ষণে এখন থেকেই সক্রিয় ভূমিকা পালনের কথা বলেছেন গুটেরাস। এ ব্যাপারে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী সংগঠন, বিজ্ঞানী, সভ্য সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/032b2cc936860b03048302d991c3498fe26c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই জল সংরক্ষণে এখন থেকেই সক্রিয় ভূমিকা পালনের কথা বলেছেন গুটেরাস। এ ব্যাপারে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী সংগঠন, বিজ্ঞানী, সভ্য সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
9/10
![এ বারে রাষ্ট্রপুঞ্জের জন সম্মেলনের আগে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে সর্বস্তরে। এশীয় দেশগুলিকে নিয়েই বিপদের আশঙ্কা করছেন অনেকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/30e62fddc14c05988b44e7c02788e18755e17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ বারে রাষ্ট্রপুঞ্জের জন সম্মেলনের আগে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে সর্বস্তরে। এশীয় দেশগুলিকে নিয়েই বিপদের আশঙ্কা করছেন অনেকে।
10/10
![তাই এ বারের জল সম্মেলন সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় অর্ধশতকে এই প্রথম এত গুরুত্ব সহকারে জল সম্মেলনের আয়োজন হচ্ছে। সকলের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং পরিচ্ছিন্নতাই এ বারের লক্ষ্যমাত্রা বলে জানিয়েছেন গুটেরাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/ae566253288191ce5d879e51dae1d8c3e07dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই এ বারের জল সম্মেলন সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় অর্ধশতকে এই প্রথম এত গুরুত্ব সহকারে জল সম্মেলনের আয়োজন হচ্ছে। সকলের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং পরিচ্ছিন্নতাই এ বারের লক্ষ্যমাত্রা বলে জানিয়েছেন গুটেরাস।
Published at : 23 Mar 2023 03:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)