এক্সপ্লোর
Water Crisis: বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ২০০ কোটি, দু’দশকে বিশ্ব জুড়ে জলসঙ্কট! রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট ঘিরে উদ্বেগ
UN Water Report: এখনই সতর্ক না হলে ঘোর বিপদ অপেক্ষা করছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও সঙ্কটের ইঙ্গিত।
ছবি: পিক্সাবে।
1/10

হাতে সময় নেই দু’দশকও। তীব্র জলকষ্ট নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এখনই পৃথিবীর মোট জনসংখ্যার একটা বড় অংশ জলকষ্টে রয়েছে। ২০২৫-এর মধ্যে প্রায় ২৫০ কোটি মানুষ জলকষ্টের শিকার হবেন বলে দাবি।
2/10

রাষ্ট্রপুঞ্জের জল রিপোর্ট ২০২৩-এর রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই মুহূর্তে জলকষ্টের শিকার যাঁরা, তাঁদের ৮০ শতাংশই এশিয়ার বাসিন্দা, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং উত্তর চিনের।
Published at : 23 Mar 2023 03:25 PM (IST)
আরও দেখুন






















