এক্সপ্লোর
Growth of Teeth: অন্য প্রাণীর ক্ষেত্রে বার বার ঘটলেও, মানুষের দাঁত গজায় দু’বারই, জানুন নেপথ্য কারণ
Science News: বার বার দাঁত গজায় কোনও কোনও প্রাণীর। কেন ব্যতিক্রম মানুষ, জানুন।
ছবি: পিক্সাবে।
1/11

চুল, নখ বড় হলে কেটে ফেলি আমরা। শরীরের অন্য কোনও অংশের ক্ষেত্রে যদিও এই রীতি প্রযোজ্য নয়। ইহকালে দাঁত শুধু মাত্র দু’বারই গজায়। এর নেপথ্যে কী কারণ জানেন?
2/11

জন্মের সাধারণত ছ’মাস পর থেকে শিশুদের দাঁত গজাতে শুরু করে। প্রথমে সামনের দিকে, নীচের দু’টি দাঁত গজায়। বয়স তিন বছর হতে হতে সব দাঁত গজিয়ে যায়।
Published at : 08 Nov 2023 02:32 PM (IST)
আরও দেখুন






















