এক্সপ্লোর
Happy Birthday Cristiano Ronaldo: তাঁর নামে আছে নক্ষত্রমণ্ডল, নিয়মিত করেন রক্তদান, জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন রোনাল্ডো
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/127ec567ca32b302e2b92f1ae989f8a6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জন্মদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
1/10
![দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গে লিওনেল মেসির লড়াই কিংবদন্তিতে পরিণত হয়েছে। শুধু বর্তমান সময়েরই নয়, ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/93bc964b7ffced6ee5ac4e53d4eb670c015e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গে লিওনেল মেসির লড়াই কিংবদন্তিতে পরিণত হয়েছে। শুধু বর্তমান সময়েরই নয়, ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
2/10
![১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে জন্ম হয় রোনাল্ডোর। তিনি আজ ৩৭ বছর পূর্ণ করলেন। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/30a3cadeb19e8528666586cc0b4ebe5c790b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালে জন্ম হয় রোনাল্ডোর। তিনি আজ ৩৭ বছর পূর্ণ করলেন। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
3/10
![স্পোর্টিং লিসবন থেকে রোনাল্ডোর পেশাদার ফুটবলার জীবন শুরু। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস হয়ে তিনি ফিরে এসেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। এখানেই হয়তো তাঁর পেশাদার কেরিয়ার শেষ হবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/8bed8bb768b1d6ec5f6f96dfd4a7c9683bcab.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্পোর্টিং লিসবন থেকে রোনাল্ডোর পেশাদার ফুটবলার জীবন শুরু। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস হয়ে তিনি ফিরে এসেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। এখানেই হয়তো তাঁর পেশাদার কেরিয়ার শেষ হবে। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
4/10
![নিয়মিত রক্তদান করেন রোনাল্ডো। তিনি বোন ম্যারোও দান করেছেন। এই কারণে তাঁর শরীরের কোথাও ট্যাটু নেই। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/8233df8d030f3ab5c1f16d437f421502afc75.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিয়মিত রক্তদান করেন রোনাল্ডো। তিনি বোন ম্যারোও দান করেছেন। এই কারণে তাঁর শরীরের কোথাও ট্যাটু নেই। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
5/10
![রোনাল্ডো প্রথম যে ক্লাবের হয়ে খেলা শুরু করেন, সেখানে কিটম্যান হিসেবে কাজ করতেন তাঁর বাবা হোসে ডিনিস অ্যাভেইরো। তিনি প্রথমে পর্তুগালের সেনাবাহিনীতে ছিলেন। অবসরের পর মালি হিসেবে কাজ শুরু করেন। তবে রোনাল্ডো অ্যান্ডোরিনহা ক্লাবের হয়ে খেলা শুরু করার পর ছেলের সুবাদেই সেখানে কাজ পেয়ে যান অ্যাভেইরো। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/9793fcdc4c07381df4b66e91dbce369933a27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোনাল্ডো প্রথম যে ক্লাবের হয়ে খেলা শুরু করেন, সেখানে কিটম্যান হিসেবে কাজ করতেন তাঁর বাবা হোসে ডিনিস অ্যাভেইরো। তিনি প্রথমে পর্তুগালের সেনাবাহিনীতে ছিলেন। অবসরের পর মালি হিসেবে কাজ শুরু করেন। তবে রোনাল্ডো অ্যান্ডোরিনহা ক্লাবের হয়ে খেলা শুরু করার পর ছেলের সুবাদেই সেখানে কাজ পেয়ে যান অ্যাভেইরো। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
6/10
![কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের একটি অন্যতম বিষয় হল রোনাল্ডোর জীবন ও ফুটবল কেরিয়ার। এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রোনাল্ডোর জীবন নিয়ে পড়াশোনা করার সুযোগ পান। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/57a5b016ef49d7dc16918d4712734d65aedce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের একটি অন্যতম বিষয় হল রোনাল্ডোর জীবন ও ফুটবল কেরিয়ার। এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রোনাল্ডোর জীবন নিয়ে পড়াশোনা করার সুযোগ পান। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
7/10
![১৫ বছর বয়সে রোনাল্ডোর হার্টে সমস্যা ধরা পড়ে। তাঁর হার্টবিট অনিয়মিত ছিল। ফলে তাঁর পক্ষে ফুটবল খেলা সম্ভব হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হওয়ার পর ফের খেলা শুরু করেন তিনি। এরপর আর কোনও সমস্যা হয়নি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/b0a41484343c48dc6b3112c8b1523e0595faa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৫ বছর বয়সে রোনাল্ডোর হার্টে সমস্যা ধরা পড়ে। তাঁর হার্টবিট অনিয়মিত ছিল। ফলে তাঁর পক্ষে ফুটবল খেলা সম্ভব হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হওয়ার পর ফের খেলা শুরু করেন তিনি। এরপর আর কোনও সমস্যা হয়নি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
8/10
![রোনাল্ডোর নামে নক্ষত্রমণ্ডল, বিমানবন্দর আছে। ২০১৫ সালে একটি নাসার হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে একটি নক্ষত্রমণ্ডল আবিষ্কার করা হয়। সেটির নাম দেওয়া হয় ‘সিআর ৭ গ্যালাক্সি’। ২০১৬ সালে রোনাল্ডোর জন্মস্থানে বিমানবন্দরের নামকরণ করা হয় তাঁর নামে। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/4202154e0001ec1cc38d65f97c82376cfb93f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোনাল্ডোর নামে নক্ষত্রমণ্ডল, বিমানবন্দর আছে। ২০১৫ সালে একটি নাসার হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে একটি নক্ষত্রমণ্ডল আবিষ্কার করা হয়। সেটির নাম দেওয়া হয় ‘সিআর ৭ গ্যালাক্সি’। ২০১৬ সালে রোনাল্ডোর জন্মস্থানে বিমানবন্দরের নামকরণ করা হয় তাঁর নামে। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
9/10
![২০১৩ সালে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে যে ব্যালন ডি’অর ট্রফি পেয়েছিলেন, সেটি ২০১৭ সালে বিক্রি করে দেন রোনাল্ডো। যে টাকা পান, তা অসুস্থ শিশুদের জন্য দান করে দেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/2eae34dc640f220950dc9322d42957c458f89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৩ সালে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে যে ব্যালন ডি’অর ট্রফি পেয়েছিলেন, সেটি ২০১৭ সালে বিক্রি করে দেন রোনাল্ডো। যে টাকা পান, তা অসুস্থ শিশুদের জন্য দান করে দেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
10/10
![ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনাল্ডোরই। অ্যাথলিটদের মধ্যে ট্যুইটার ও ফেসবুকে তাঁর ফলোয়ারই সবচেয়ে বেশি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/940eea9e9049993a51bd49e7105a9cd666f1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনাল্ডোরই। অ্যাথলিটদের মধ্যে ট্যুইটার ও ফেসবুকে তাঁর ফলোয়ারই সবচেয়ে বেশি। ছবি সৌজন্যে https://www.instagram.com/cristiano/
Published at : 05 Feb 2022 06:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)