BAN vs IND Live: শামির ৫ উইকেট আর গিলের ঐতিহাসিক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত
Bangladesh vs India LIVE Updates: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত ও বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই নিজেদের অভিযান শুরু করছে।
LIVE

Background
Bangladesh vs India Live Score: জয় দিয়ে টিম ইন্ডিয়ার অভিযান শুরু
প্রত্যাশামতোই দুরন্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত। তানজিমের বলে ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়ার জয় সুনিশ্চিত করেন রাহুল। তিনি ৪১ রানে অপরাজিত থাকেন। গিলের সংগ্রহ অপরাজিত ১০১।
India vs Bangladesh Live: শুভমনের সেঞ্চুরি
প্রয়োজনের সময় জ্বলে উঠলেন 'প্রিন্স'। ১২৫ বলে কেরিয়ারের অষ্টম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকালেন শুভমন।
Bangladesh vs India Live Score: দু'শোর গণ্ডি পার
৪৩ তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ইতিমধ্যেই গিল ও রাহুল অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। বর্তমানে ভারতের স্কোর ২০১/৪। আপাতত গিল ৮৬ ও রাহুল ২৭ রানে ব্যাট করছেন।
India vs Bangladesh Live: রাহুলের জীবনদান
ম্যাচে বেশ চাপে রয়েছে ভারত। একেবারে ৫০-৫০ সুযোগ দুই দলের। এমন পরিস্থিতিতে রাহুল আউট হলে ভারতের চাপ বাড়ত। তবে সৌভাগ্যবশত রাহুল তাসকিনের বলে ক্যাচ তুললেও, ডিপ স্কোয়ার লেগে জাকির আলি তাঁর ক্যাচ ফেলেন। জীবনদান পেলেন রাহুল। তিনি এটা কতটা কাজে লাগাতে পারেন এবার সেটাই দেখার। আপাতত ৩৭ ওভারে ভারতের স্কোর ১৭২/৪।
India vs Bangladesh Live: অল্প ব্যবধানে তিন উইকেট হারাল ভারত
৩২ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছে ভারতীয় দল। চার উইকেটের বিনিময়ে ভারতের স্কোর ১৪৪। ইতিমধ্যেই বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল সাজঘরে ফিরেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
