IND vs SL: 'ফিনিশার' রিঙ্কুর অনবদ্য বোলিংয়ে ঘুরল ম্যাচ! ডাগ আউটে গম্ভীরের হাসিতে মজল নেটপাড়া
Rinku Singh: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় চি-টোয়েন্টি ম্যাচের ১৯তম ওভারে মাত্র তিন রান খরচ করে দুই উইকেট নেন রিঙ্কু সিংহ।
পাল্লেকেলে: তাঁর নামে যেমন গম্ভীর রয়েছে, তেমনি নিজের স্বভাবেও গুরু গম্ভীর ভারতীয় দলের কোচ গৌতম। সাধারণত তাঁকে হাসি মুখে খুব একটা দেখা যায় না। তবে মঙ্গলবারের পাল্লেকেলে সাক্ষী থাকল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাসির। কারণ সফল পরিকল্পনা।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তথাকথিত নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ় নিজেদের নামে করে নিয়েছিল ভারতীয় দল। তাই এই ম্যাচে বাড়তি খুব বেশি কিছু পাওয়ার ছিল না বটে। তবে পাল্লেকেলে সাক্ষী থাকল 'ফিনিশার' রিঙ্কুর (Rinku Singh)। কিন্তু রিঙ্কুর অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচ শেষ করার ঘটনা তো নতুন কিছু নয়। শেষ ওভারে ৩০ রান করে তাঁর ম্যাচ জেতানোর স্মৃতি এখনও সকলের মনে তাজা। তাহলে এদিন বিশেষ কী হল, যা দেখে গম্ভীরও নিজের খুশি ধরে রাখতে পারলেন না?
আসল শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটার নয়, বরং ইনিংসের শেষের দিকে বোলার রিঙ্কু সিংহ প্রভাব ফেললেন। ভারতের জন্য ম্যাচের মোড় ঘোরালেন। তখনও ক্রিজে উপস্থিত কুশল পারেইরা। ১৮তম ওভারে খলিল আমেদ একের পর এক ওয়াইড বল করায় ভারতের জয়ের আশা ক্ষীণ হয়ে গিয়েছিল। শেষ দুই ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার নয় রান। এমন সময় গতানুগতিক চিন্তাধারা থেকে দূরে সরে এসে নতুন কিছুর চেষ্টা করল ভারতীয় দল। হঠাৎই স্পিন সহায়ক উইকেটে বল করতে ডেকে নেওয়া হল রিঙ্কুকে।
এর আগে রিঙ্কুকে তেমন বল করতে দেখা যায়নি। তাঁকে বল হাতে দেখে সকলেই অবাক। কুশল পারেইরাও খানিকটা বিস্মিত হয়েছিলেন বটে। ৪৬ রানের তাঁর ইনিংস সমাপ্ত করেন রিঙ্কু। ওভারে নেন দুই উইকেট। চিরাচরিত ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করে সাফল্য পেলে কে না খুশি হয়। গৌতম গম্ভীরও ঠিক সেভাবেই হয়তো রিঙ্কু সিংহের সাফল্যে খুশি হয়েছিলেন। ডাগ আউটে তাঁর দিকে ক্যামেরা ঘোরানো হলে গম্ভীরকে হাসিমুখে দেখায়। গুরুগম্ভীর গৌতমের সেই ভিডিও কিন্তু এখন বেশ ভাইরাল।
When in need, call @rinkusingh235 🤙
— Sony Sports Network (@SonySportsNetwk) July 30, 2024
Game-changing over 🤩🔥#SonySportsNetwork #SLvIND pic.twitter.com/aGjQNXamFp
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পরবর্তী প্রজন্মের উন্নতিতে আগ্রহী, আর্থিক পুরস্কারের পুরোটাই ফিরিয়ে দিলেন মোহনবাগান রত্ন সৌরভ