Sourav Ganguly: মেয়ে সানার সঙ্গে মিষ্টিমধুর ছবি শেয়ার করে স্মৃতির সাগরে ডুব দিলেন বাবা সৌরভ
Sana Ganguly: কলকাতা নয় আপাতত লন্ডনেই চাকরিসূত্রে থাকেন সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়।
কলকাতা: কুড়ি বছর আগে সানার ডেবিউ। হ্যাঁ, এই ক্যাপশন দিয়েই মেয়ের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করলেন বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর সেই ছবি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। কিন্তু কেন?
বুধবার, ২৪ জুলাইয়ের শেষবেলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি পোস্ট করা হয়। পোস্টটিতে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের একরত্তিকেও দেখা যায়। তিনি সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। সৌরভ ও ডোনার মাঝে তাঁদের কোলে বসে। এক মিষ্টিমধুর ছবি। ছবিটির ক্যাপশনে লেখা, '২০ বছর পিছিয়ে যাচ্ছি। এই সময়ই আমাদের হৃদয় আনন্দে, আহ্লাদে ভরে গিয়েছিল যখন সানা আমাদের জীবনে অভিষেক ঘটিয়েছিল।'
এই পোস্টটি দেখে অনেকেই ভাবতে থাকেন হয়তো সানা গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই এই আবেগঘন পোস্টটি শেয়ার করে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অনেকেই তাই সানাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও দেন। তবে এমনটা কিন্তু নয়। সানার জন্মদিন ২২ নভেম্বর। তাহলে কেন এমন পোস্ট করলেন সৌরভ?
সৌরভ কন্যা সানা বর্তমানে লন্ডনে থাকেন। সেখানেই তাঁর পড়াশোনা থেকে চাকরি। সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ও সেখানেই দিনকয়েক আগেই ছিলেন। ডোনা দেশে ফিরে এসেছেন। তবে সম্ভবত সৌরভ লন্ডনেই আরও কিছুদিন ছিলেন বলে খবর। সপ্তাহের মাঝামাঝি তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। সম্ভবত দেশে ফিরে এসেই মেয়ের কথা মনে পড়াতে সৌরভ এমন ছবি শেয়ার করেছেন বলে অনেকে মনে করছেনছ
প্রসঙ্গত, সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ২১ জুলাই রবিবারই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস। পাত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। তবে পৈত্রিক বাসভবন নয়, স্নেহাশিসের এক ফ্ল্যাটে দুইজনের শুভপরিণয় সম্পন্ন হয়। সম্পন্ন হয়েছে রেজিস্ট্রিও। তবে বিয়ে হয়ে গেলেও রিসেপশনটা কয়েকদিন পরেই হচ্ছে। ৭ অগাস্ট বাইপাসের ধারে বিলাসবহুল একটি হোটেলে স্নেহাশিস ও অর্পিতার বিয়ের রিসেপশন হবে বলে খবর। স্নেহাশিস, অর্পিতার বিয়েতে সৌরভ, ডোনা কেউই উপস্থিত ছিলেন না। রিসেশপনেও তাঁরা আদৌ উপস্থিত থাকবেন কি না, সেই নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েই গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনি নন, সিএসকের পছন্দ ছিল তারকা ভারতীয় ব্যাটার!