Kalyan Chaubey: AIFF প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে, আইনি পথে জবাব দেবেন কল্যাণ
AIFF: প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নীলাঞ্জন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন কল্যাণের বিরুদ্ধে।
নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে (Indian Football) ফের বিতর্ক। এবার কাঠগড়ায় স্বয়ং সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) প্রেসিডেন্ট কল্য়াণ চৌবে (Kalyan Chaubey)। দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। এমনকী, অভিযোগপত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছেও।
অভিযোগ করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্য। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নীলাঞ্জন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন কল্যাণের বিরুদ্ধে। সর্বভারতীয় ফুটবল সংস্থার টাকা ব্যক্তিগত কারণে ব্যবহার করেছেন কল্যাণ, এরকম গুরুতর অভিযোগও করেছেন।
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে নীলাঞ্জন লিখেছেন, 'আই লিগের সম্প্রচার সত্ত্ব থেকে শুরুর করে আইডব্লিউএল, সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টের বিভিন্ন টেন্ডার যে সংস্থা পেয়েছিল, তা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তির।'
চিঠিতে আরও লেখা হয়েছে, 'ফুটসল ও অন্যান্য এরকম টুর্নামেন্ট সম্প্রচার করে যে সংস্থা, কোটি টাকার অন্যান্য টেন্ডারও তাদের পাইয়ে দেওয়া হয়েছিল। অমিত শাহর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকেও সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে। চলতি সন্তোষ ট্রফির সম্প্রচারের বরাতও ওই সংস্থাকেই দেওয়া হয়েছে বলে অভিযোগ নীলাঞ্জনের। তাঁর দাবি, এ ব্যাপারে কল্যাণকে সতর্ক করার চেষ্টা করলে উল্টে তাঁকে হুমকির মুখে পড়তে হয়। নীলাঞ্জনকে পেশাগতভাবেও কালিমালিপ্ত করার চেষ্টা করেন নাকি কল্যাণ।
নীলাঞ্জন অভিযোগপত্রে লিখেছেন, 'ব্যক্তিগত সফরের জন্য সর্বভারতীয় ফুটবল সংস্থার তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করেছেন প্রেসিডেন্ট। শুধুমাত্র বেঙ্গালুরু সফরের জন্য বিজনেস ক্লাসে বিমানের টিকিট, যাতায়াত, হোটেল ভাড়া ও অন্যান্য খরচ বাবদ ফেডারেশনের তহবিল থেকে ৪০ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন কল্যাণ।'
সংবাদসংস্থা পিটিআইকে কল্যাণ জানিয়েছেন, তিনি অভিযোগপত্রের কথা জানেন। সব অভিযোগ অস্বীকার করে তাঁর পাল্টা হুঁশিয়ারি, 'সব অভিযোগ ভিত্তিহীন। আমি আইনি পথে জবাব দেব।'
আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে