(Source: ECI/ABP News/ABP Majha)
Lucknow Super Giants: ২ বছরেই কোচ বদলে ফেলল লখনউ, রাহুলদের দায়িত্বে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা
IPL: আইপিএলে (IPL) তাদের আত্মপ্রকাশ হয়েছে মাত্র ২ বছর। এর মধ্যেই কোচ বদলে ফেলল লখনউ সুপার জায়ান্টস (LSG)!
লখনউ: আইপিএলে (IPL) তাদের আত্মপ্রকাশ হয়েছে মাত্র ২ বছর। এর মধ্যেই কোচ বদলে ফেলল লখনউ সুপার জায়ান্টস (LSG)!
কে এল রাহুলদের দায়িত্বে আর থাকছেন না অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবোয়ের প্রাক্তন তারকাকে আর কোচ হিসাবে রাখছে না সঞ্জীব গোয়েঙ্কার দল। কে এল রাহুল-ক্রুণাল পাণ্ড্যদের নতুন কোচ কে হচ্ছেন, শুক্রবার জানিয়ে দিল এলএসজি।
বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, লখনউ সুপার জায়ান্টসের কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)।
লখনউয়ের কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। প্রথমবার আইপিএলে নেমেই ২০২২ সালে প্লে অফে খেলেছিল লখনউ। পরের বার অর্থাৎ ২০২৩ সালেও প্লে অফে উঠেছিল এলএসজি। তাও চোটের জন্য নিয়মিত অধিনায়ক কে এল রাহুল ছিটকে যাওয়ার পরেও। যদিও ট্রফির মুখ দেখেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। একই সঙ্গে আইপিএলে অভিষেক ঘটানো গুজরাত টাইটান্স একবার চ্যাম্পিয়ন ও একবার রানার আপ হলেও, ট্রফি জয়ের স্বাদ পায়নি এলএসজি।
তারপরই কোচ বদলের সিদ্ধান্ত। আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে লখনউ সুপার জায়ান্ট জানিয়েছে, জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে ২ বছরের চুক্তি ছিল তাদের। সেই মেয়াদ শেষ হয়েছে। ফ্লাওয়ারকে তাঁর অবদানের জন্য ধন্যবাদও জানিয়েছে এলএসজি।
২০১৮ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ হয়েছিলেন জাস্টিল ল্যাঙ্গার। তাঁর আমলে ইংল্যান্ডকে ৪-০ হারিয়ে অ্যাশেজ় জিতেছিল অস্ট্রেলিয়া। ল্যাঙ্গারের প্রশিক্ষণেই ২০২১ সালে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তাঁর তত্ত্বাবধানেই তিনবার বিগ ব্যাশ লিগ জিতেছে পারথ স্কর্চার্স।
JUST IN: LANGER! 💙🙏 pic.twitter.com/UYu6XSfgIX
— Lucknow Super Giants (@LucknowIPL) July 14, 2023
লখনউয়ের দায়িত্ব নিয়ে ল্যাঙ্গার বলেছেন, 'আইপিএলে দারুণ এক সফর করতে চায় লখনউ সুপার জায়ান্টস। সেই সফরে আমাদের সকলের ভূমিকা থাকবে। এই দলের কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত।'
জল্পনা চলছে লখনউয়ের মেন্টর গম্ভীরকে নিয়েও। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিতে পারেন গৌতি। যদিও কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ নিয়ে।
আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন