GT vs MI: পুরনো দলের বিরুদ্ধে হার্দিকের তিন ভুল চালেই ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স!
IPL 2025: গুজরাত টাইটান্স ৩৬ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্টে অভিযান শুরু মুম্বইয়ের।

আমদাবাদ: আইপিএলে (IPL 2025) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দুঃস্বপ্ন কাটছে না। শনিবার গুজরাত টাইটান্সের (GT vs MI) কাছে ৩৬ রানে হারতে হল পাঁচবারের চ্যাম্পিয়নদের। হার্দিক পাণ্ড্য দলে ফিরলেও তাতে ভাগ্য ফিরল না। পরপর ২ ম্যাচ হেরে প্রবল চাপে নীতা ও মুকেশ অম্বানির দল। শনিবার হার্দিক পাণ্ড্য টস জিতেও ম্যাচ হেরে গেলেন। প্রথমে ব্যাটিং করে গুজরাত টাইটান্স ১৯৬ রান করেছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র ১৬০ রান করতে পেরেছে। অধিনায়ক হার্দিক পাণ্ড্যর ভুল চালেই কি ম্য়াচ হারল মুম্বই ইন্ডিয়ান্স? মুম্বইয়ের হারের প্রধান তিন কারণ কী?
ভিগনেশ পুথুর বাদ!
মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচও হেরেছিল, কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটানো ভিগনেশ পুথুর বেশ ভাল বোলিং করেছিলেন। ৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। কিন্তু হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখেননি। যা মুম্বই ইন্ডিয়ান্সের হারের অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে।
উইল জ্যাকসকে দল থেকে বাদ দেওয়া
হার্দিক পাণ্ড্য ও মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ডের খেলোয়াড় উইল জ্যাকসকেও প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন। যা নিয়ে অনেকেই অবাক। জ্যাকস এই মাঠে গত আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। ২৮ এপ্রিল ২০২৪ সালের সেই ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জ্যাকস। অনেকের মতে, জ্যাকসকে বাদ দেওয়া কোনওভাবেই সঠিক সিদ্ধান্ত ছিল না।
A spell of the highest authority! 🫡
— IndianPremierLeague (@IPL) March 29, 2025
Prasidh Krishna bags the Player of the Match award for his match-winning figures of 2⃣/ 1⃣8⃣💙
Scorecard ▶ https://t.co/lDF4SwnuVR #TATAIPL | #GTvMI | @gujarat_titans | @prasidh43 pic.twitter.com/NYnpsZUILg
হার্দিক পাণ্ড্যর ব্যাটিং অর্ডার
হার্দিক পাণ্ড্য বিস্ফোরক ব্যাটার হিসাবেই পরিচিত। হাতে বড় শট রয়েছে। রান তাড়া করার ক্ষেত্রে তিনি তাঁর আত্মবিশ্বাসের জন্যও পরিচিত। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিনি নিজের চেয়ে কম অভিজ্ঞতাসম্পন্ন রবিন মিনজকে উপরে পাঠিয়ে দিয়েছিলেন। রবিন যখন এসেছিলেন, তখন মুম্বই ইন্ডিয়ান্সের ওভার প্রতি প্রায় ১১ রান করে দরকার ছিল। সেখান থেকেই ম্যাচের রাশ মুম্বইয়ের হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। রবিন ৬ বলে মাত্র ৩ রান করেন। যদি হার্দিক পাণ্ড্য ওপরে আসতেন, কে বলতে পারে ম্যাচের ফলাফল অন্যরকম হতো না!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
