এক্সপ্লোর
Advertisement
ভারতীয় দল নির্ভীক ব্যাটিং করছে, কেউ নিজের জায়গার জন্য খেলছে না, প্রশংসা সৌরভের
গতকাল তৃতীয় ম্যাচে ৬৭ রানে জিতে সিরিজ দখল করেছে ভারত।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর ভারতীয় দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘খুব বেশি লোক ভাবেনি যে ভারতীয় দল এই সিরিজে হেরে যাবে। জয় পাওয়াটা অবাক হওয়ার মতো ঘটনা নয়। যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হল, টি-২০ ম্যাচে নির্ভীক ব্যাটিং দেখা যাচ্ছে। সবাই ভয় না পেয়ে খেলছে। কেউ দলে নিজের জায়গার জন্য খেলছে না, জেতার জন্য খেলছে। ভারতীয় দল দারুণ খেলেছে।’
Not many expected india to lose a series .. win was not a surprise .. what will stand out is the fearless batting which all will see in T20 now ..play without fear .. no one plays for his place but plays to win ..well done india @BCCI @imVkohli @JayShah @ImRo45
— Sourav Ganguly (@SGanguly99) December 11, 2019
গতকাল তৃতীয় ম্যাচে ৬৭ রানে জিতে সিরিজ দখল করেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে সৌরভ আলাদা করে কারও প্রশংসা করেননি। তিনি দলগত পারফরম্যান্সের কথাই উল্লেখ করেছেন।
এই জয়ের পর বিরাট বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করে ম্যাচ জেতার বিষয়ে অনেক আলোচনা করেছি। সেই পরিকল্পনা কার্যকর করতে হত। আমি সেই কাজটা করেছি। কে এল-কে (রাহুল) বলেছিলাম, ওকে একটি দিক ধরে রাখতে হবে। আমার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই দুর্দান্ত ইনিংস বিশেষ উপহার। এটাই আমার অন্যতম সেরা ইনিংস। প্রথমে ব্যাটিং করে আমরা জেতায় খুব ভাল লাগছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement