Paris Olympics 2024: ফের পদক জয়ের সম্ভাবনা মনুর, সর্বজ্যোৎকে নিয়ে কাল নামবেন ব্রোঞ্জের লক্ষ্যে
Manu Bhaker Sarabjot Singh: এক পদকেই যেন থেমে থাকতে চান না। আরও পদকের লক্ষ্যে ছুটছেন মনু ভাকের (Manu Bhaker)। এবার তাঁর সঙ্গী সর্বজ্যোৎ সিংহ (Sarabjot Singh)।
প্যারিস: এক পদকেই যেন থেমে থাকতে চান না। আরও পদকের লক্ষ্যে ছুটছেন মনু ভাকের (Manu Bhaker)। এবার তাঁর সঙ্গী সর্বজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। দুজনে মিলে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান পেলেন। ৩০ জুলাই, মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচ খেলবেন মনু ও সর্বজ্যোৎ।
প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন মনু। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। গড়েছেন ইতিহাস। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে জিতেছেন পদক। মঙ্গলবার ফের একটি পদক জয়ের সম্ভাবনা তাঁর। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে নামবেন তিনি। কাল দুপুর ১টায় হবে সেই ম্যাচ, জানিয়েছে স্পোর্টস অথরিট অফ ইন্ডিয়া (SAI)।
অনেকের মনে প্রশ্ন, কেন ফাইনালে নেমেও ব্রোঞ্জের ম্যাচ খেলতে হবে মনু-সর্বজ্যোৎকে? কেন সোনা বা রুপোর পদকের জন্য ঝাঁপাতে পারবেন না?
১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডের নিয়ম হচ্ছে, প্রতিযোগীরা তিনটি সিরিজে শ্যুটিং করবেন। প্রত্যেক সিরিজে থাকে ১০টি করে শট। সেখান থেকে স্কোরের ওপর নির্ভর করে ৪টি সেরা দল ফাইনালে খেলার ছাড়পত্র পায়। যোগ্যতা অর্জনকারী পর্বে শীর্ষে থাকা দুই জুটি সোনা ও রুপোর জন্য লড়াই করবে। যেহেতু তৃতীয় স্থান পেয়েছেন মনু ও সর্বজ্যোৎ, তাঁরা নিয়ম মেনে চতুর্থ স্থান পাওয়া জুটির সঙ্গে ব্রোঞ্জের ম্যাচ খেলবেন। সেই ম্যাচে যাঁরা জিতবেন, ব্রোঞ্জ পদক তাঁদের।
10 M Air Pistol Mixed Qualification Round
— SAI Media (@Media_SAI) July 29, 2024
Manu Bhaker has a chance at another medal as she and Sarabjot Singh qualify for the Bronze Medal shoot-off with a score of 580 in the 10m Air Pistol Mixed Qualification Round! pic.twitter.com/qJQmELqAin
তবে মনু ও সর্বজ্যোতের সাফল্যের দিন একই ইভেন্টে ব্যর্থ হলেন আরও দুই ভারতীয় শ্যুটার। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিলেন ভারতের অর্জুন সিংহ চিমা ও ও রিদম সাঙ্গওয়ান। তাঁরা যোগ্যতা অর্জনকারী পর্বে পেলেন দশম স্থান।
আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।