SMAT 2022: ১৯৯ রান করেও রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে শেষ বলে হিমাচলের বিরুদ্ধে হার বাংলার
Shahbaz Ahmed: ব্যাট হাতে বাংলার ব্যর্থতার দিনেও জ্বলে উঠল শাহবাজ আমেদের ব্য়াট। ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন তিনি।
কলকাতা: মরসুম বদলালেও বাংলা ক্রিকেটের বদল হল না। চাপের মুখে নক আউট ম্যাচে ফের ব্যর্থ বাংলা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2022) কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে (Bengal vs Himachal Pradesh) চার উইকেটে পরাজিত হলেন অভিমন্যু ঈশ্বরণরা। দলের হয়ে শাহবাজ আমেদের (Shahbaz Ahmed) দুরন্ত অর্ধশতরানও বাংলাকে জেতাতে পারল না।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হিমাচল প্রদেশ অধিনায়ক ঋষি ধবন। তিনিই বল হাতে নিজের দলকে প্রথম সাফল্যও এনে দেন। রনজোৎ সিংহ খাইরাকে ১৪ রানে বোল্ড করে সাজঘরে ফেরান ঋষি। বাংলা অধিনায়ত অভিমন্যু ঈশ্বরণও ২০ রানের বেশি করতে পারেননি। সুদীপ ঘরামিও সাত রানেই সাজঘরে ফেরেন। করণ লাল বাংলার হয়ে ২১ রান করলেও, তা আসে ২৭ বলে। রানের গতি বাড়াতে বেশ বেগ পেতে হচ্ছিল বাংলাকে। তবে দলের ত্রাতা হয়ে ফের এগিয়ে আসেন শাহবাজ। ৩২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন বাংলার তারকা অলরাউন্ডার।
মিডল অর্ডারের দাপট
শাহবাজ আবারও প্রমাণ করলেন কেন তিনি হালে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দলেও ডাক পেয়েছেন তিনই। শাহবাজ বাদে বাংলার মিডল অর্ডারের সকলেই বেশ ভালই পারফর্ম করেন। ঋত্বিক রায় চৌধুরী ১১ বলে ৩২ রান করেন, অগ্নিভ পান ১০ বলে ২৮ রানের ইনিংস খেলেন। এই তিন মিডল অর্ডার ব্যাটারের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ১৯৯ রান তোলে বাংলা। তা সত্ত্বেও ম্যাচের শেষ বলে হারতে হল বাংলাকে। সৌজন্যে আকাশ বশিষ্ঠ ও নিখিল গাংটার অর্ধশতরানের ইনিংস।
মোড় ঘোরানো পার্টনারশিপ
হিমাচল ওপেনার প্রশান্ত চোপড়াকে তিন রানে ফিরিয়ে দিয়ে বাংলার হয়ে রবি কুমার শুরুটা ভালই করেছিলেন। ৭১ রানে চার উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল হিমাচল। তবে এরপরেই নিখিল ও আকাশ পঞ্চম উইকেটে ১১২ রান যোগ করেন। এই পার্টনারশিপই হিমাচলের হয়ে খেলা ঘুরিয়ে দেয়। শেষমেশ তিন বলে নয় রানের ছোট্ট কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচের শেষ বলে হিমাচলকে জয় এনে দেন অধিনায়ক ঋষি। প্রসঙ্গত, ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এদিন এক উইকেটও নেন শাহবাজ। কাঁওয়ার অভিনয় হিমাচলের হয়ে দারুণ পারফর্ম করেন। বল হাতে তিনি চার উইকেট নেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়