Apple iPhone 13 Event Live Streaming: আইফোন ১৩ সিরিজ লঞ্চ হতে পারে কাল, কীভাবে দেখবেন অ্যাপেলের মেগা ইভেন্ট?
এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান।
![Apple iPhone 13 Event Live Streaming: আইফোন ১৩ সিরিজ লঞ্চ হতে পারে কাল, কীভাবে দেখবেন অ্যাপেলের মেগা ইভেন্ট? Apple iPhone 13 Event Live Streaming in India How to Watch Apple iPhone 13 Pro Max Series 7 Smartwatch Launch on 14 September Apple iPhone 13 Event Live Streaming: আইফোন ১৩ সিরিজ লঞ্চ হতে পারে কাল, কীভাবে দেখবেন অ্যাপেলের মেগা ইভেন্ট?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/10/7f67dc59797628004394290273034e2c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ক্যালিফোর্নিয়া: আগামী ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্টের মাধ্যমে লঞ্চ হতে পারে বহু প্রতীক্ষিত আইফোন ১৩ সিরিজ। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছিল, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য সকলকে প্রস্তুত থাকার কথাও জানান হয়েছিল।
করোনাকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান। জানা গিয়েছে, ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে অ্যাপলের অনুষ্ঠান। অ্যাপেলের ইভেন্ট পেজে গিয়ে এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে। অ্যাপেল সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে পাবেন আগ্রহীরা। তবে যাঁরা অ্যাপেল টিভি ব্যবহার করেন তাঁরা অ্যাপের মাধ্যমে এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন, ক্যামেরা কেন্দ্রিক ফোন, চিনে চমক দিল Vivo X70 series
এই মেগা ইভেন্টের দিনই আইফোন ১৩ সিরিজের মোট চারটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৩, আই ফোন ১৩ মিনি (আইফোন ১২ মিনির মতো), আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে তা জানান হয়নি সংস্থার তরফে। iphone 13 -এর পাশাপাশি Apple Watch 7 লঞ্চ হতে পারে। অন্তত তেমনই নতুন খবর দিচ্ছে টেক সাইটগুলি। ইতিমধ্যেই অ্যাপলের নতুন ডিভাইস লঞ্চ নিয়ে খবর প্রকাশ্যে এনেছেন Ming-Chi Kuo। টেক সাইট 9to5Mac-এ লেখা হয়েছে এই রিপোর্ট।
আরও পড়ুন, পলিসি পাল্টাচ্ছে OnePlus ! এবার টার্গেট ২০,০০০ টাকার নিচের ফোন
সম্প্রতি অ্যাপলের iPhone 13-এর দাম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ব্লগ সাইট Apple Hub। GizChina-কে উদ্ধৃত করে iPhone 13-এর সম্ভাব্য দাম ফাঁস করেছে এই ব্লগ সাইট। যেখানে বলা হয়েছে, একসঙ্গে iPhone 13, the iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 Mini নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে iPhone 13-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫৮,৬০০ টাকা। যদিও ভারতে এই ফোনের দাম আরও বেশি হবে। মূলত স্থানীয় কর দেওয়ার জন্য ফোনের দাম বেশি দিতে হবে ক্রেতাকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)