ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১০.২৫) পর্ব ১:শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির:মুখ্যমন্ত্রী।ক্ষমতায় এলে ৫০০ টাকায় গ্যাস: শুভেন্দু
Ghanta Khanek Sange Suman: ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি -- ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে সবপক্ষই। 'রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে,' ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস,' প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তুলতে 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কর্মসূচি ঘোষণা অভিষেকের। "মানুষকে ভুল বোঝাবে, ডিজিটাল তোলাবাজি শুরু হবে," কটাক্ষ সুকান্ত মজুমদারের। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের বৈঠক, ভাইফোঁটাতেই ফিরছেন তৃণমূলে?তৃণমূলে যোগ সত্যজিৎ-খুনে অভিযুক্তের, 'বিচার পেলাম না,' বলছে ক্ষুব্ধ পরিবার। 'SIR না-হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে, ' হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 'একজন বৈধ ভোটার বাদ গেলেও ফল ভুগতে হবে' পরপর হুঙ্কার তৃণমূল নেতাদের।
দীপাবলির আগেই রাজ্য় রাজনীতিতে এখন পরপর ধামাকা! ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি। একে অপরকে টেক্কা দিতে ঝুলি থেকে অস্ত্র বার করছে তৃণমূল, বিজেপি সব দলই। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে, কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন শুভেনদু অধিকারী । যে কোনওদিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR, যা নিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। পারদ চড়তে চলেছে সোশাল মিডিয়াতেও! ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। চলছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্য়োপাধ্য়ায়র সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্য়ায়।






























