Abhishek Banerjee : ২১ জুলাইয়ে শুধু মমতার ছবি থাকবে। অভিষেক নিজেই জানিয়েছেন : ফিরহাদ I TMC News
ABP Ananda LIVE: '২১ জুলাইয়ে শুধু মমতার ছবি থাকবে। অভিষেক নিজেই জানিয়েছেন, তিনি ২১ জুলাই আন্দোলনে ছিলেন না। তাই ২১ জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। অভিষেক নিজেই এই কথা বলেছেন, দাবি ফিরহাদ হাকিমের।
২১ জুলাইয়ের আগে তৃণমূলের মেগা বৈঠক। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকে ভবানীপুরে বৈঠক দলের । জেলা সভাপতি ছাড়াও বৈঠকে ডাকা হল জেলা চেয়ারম্যানদেরও । উত্তর কলকাতা এবং বীরভূমে জেলা সভাপতি না থাকায় বৈঠকে কোর কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত অনুব্রত ও কাজল শেখ। গতকালই বীরভূম থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC-কে হুমকি-বিতর্কের পর প্রথমবার কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল।
আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৯, সংবাদসংস্থা AFP সূত্রে খবর
আমদাবাদে বিমান বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৯, সংবাদসংস্থা AFP সূত্রে খবর। এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট, যাত্রী-সহ ২৪১ জনেরই মৃত্যু। বিমানে থাকা ২৪১ জন-সহ ২৭৯ জনের মৃত্যু, AFP সূত্রে খবর। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা AFP সূত্রে খবর। হাসপাতালে ২৭০ জনের দেহ এসেছে, PTI সূত্রে খবর। চিকিৎসকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা PTI সূত্রে খবর।

















