(Source: ECI/ABP News/ABP Majha)
Ariadaha Lynching Case: 'দুধ বিক্রি থেকে দাদাগিরি..' কীভাবে উত্থান আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্তর ?
Ariadaha Lynching Case Kamarhati Former CPM MLA On TMC Jayanta Singh : দুধ বিক্রি থেকে দাদাগিরি। ২০১৮ থেকে উত্থান জয়ন্তর। দাবি কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের।
আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। সদ্য দুদিন আগে, পৃথক প্রেক্ষাপটে বিপদের আশঙ্কা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবার মদন মিত্র বলেছেন, 'আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।' ABP Ananda LIVE