Bardhaman SFI Rally: বর্ধমানে SFI-এর মিছিলে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি | ABP Ananda LIVE
ABP Ananada LIVE: বর্ধমানে SFI-এর মিছিলে ধুন্ধুমার । বর্ধমানের কার্জন গেটে SFI-এর মিছিলে বাধা পুলিশের । পুলিশের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি । টেনে হিঁচড়ে মিছিল সরানোর চেষ্টা পুলিশের । শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমানে বিক্ষোভ । আন্দোলনকারী পড়ুয়াদের ওপর হামলার অভিযোগ । কার্জন গেটের সামনে বিক্ষোভ SFI-এর
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স
নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলা-সহ ৩ জনের। রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন আহত হন। গতকাল রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার SSKM হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী
লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটের দিকে যাওয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের ৩ সওয়ারির। আহতরা কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি রয়েছেন।

















