BJP News : সিঙ্গুরে মৃত নার্সের নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু, পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক সাহায্য
ABP Ananda LIVE: সিঙ্গুরে মৃত নার্সের দীপালি জানার নন্দীগ্রামের বাড়িতে শুভেন্দু অধিকারী। মৃত নার্সের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক সাহায্য শুভেন্দু অধিকারীর। পুলিশ আত্মহত্যার তত্ত্ব দিলেও, কেন আত্মহত্যা, সেটাও সেটা খুঁজে বের করতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পুলিশই খুব উৎসাহিত তৎপর। সত্য উদ্ঘাটনের জন্য নয়, আত্মহত্যাটাকে খাঁড়া করার জন্য।তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন , তাহলে যাঁরা বলছিল, ধর্ষণ, খুন ইত্যাদি। প্রকাশ্যে ক্ষমা চাক। নাকে খৎ দিয়ে ক্ষমা চাক। রহস্যমৃত্যু!ময়নাতদন্ত নিয়ে টানাপোড়েন!এমনকী CBI তদন্তের দাবি! সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যু ঘিরে গত এক সপ্তাহে চরমে উঠেছিল রাজনীতির পারদ! আর এবার, সেই ঘটনাতেই, তৃণমূলের তরফে দাবি,খুন নয়, আত্মহত্যাই করেছেন ওই তরুণী। কাজ যোগ দেওয়ার ৩ দিনের মাথায় বুধবার রাতে মৃত্যুর খবর পায় দীপালির পরিবার। সিঙ্গুরের নার্সিংহোমের ৪ তলার ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যদিও, মৃত্যুর দিন থেকেই, মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তাঁর বাবা-মা।



















