BJP News; 'দাগি' তালিকা প্রকাশ হতেই 'বিবেক দংশন' TMC নেতার। কী বলছে BJP ?
ABP Ananda Live: দাগি শিক্ষকদের তালিকায় শাসকদলের ছড়াছড়ি। ক্ষমা চাইলেন খোদ তৃণমূল কাউন্সিলর! 'আমাদের দলের নেতারা মুখ খুলছে না'। 'আমাদের দলের নেতারা মুখ খুলছে না'। 'দাগি' তালিকা প্রকাশ হতেই 'বিবেক দংশন' TMC নেতার। এবার ভাইরাল সেই ভিডিও। 'জনগণের কাছে ক্ষমা চাইছি', দাগি তালিকা প্রকাশ হতেই TMC নেতার কান ধরে ওঠবস ! তৃণমূলের কারও এখনও মনুষ্যত্ব আছে। দাগি তালিকা প্রকাশ হতেই কান ধরে ওঠবস প্রসঙ্গে বলছে BJP
বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলনেতা, 'তৃণমূল পাকিস্তানের দালাল', নিশানা শানালেন শুভেন্দু
বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, "আজ ব্রাত্য বসু যখন ভারতীয় সেনাকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেন গতকাল অবৈধ ছাবড়া ভাঙা নিয়ে, আমরা ভারতীয় সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না মানব না...এবং ভারতীয় সেনা সম্পর্কে ওঁর বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়...অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তাঁর চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত যে, রামপুরহাটের বগটুইতে মুসলমান মহিলা-শিশু পোড়ানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবীদুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজ ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল।"


















