Narendra Modi: জম্মু থেকে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আজ প্রথমবার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । এদিনই তাঁর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজের । আজ উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনাও হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে । কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মোদির । চন্দ্রভাগা নদীর ৩৫৯ মিটার উঁচুতে তৈরি চেনাব আর্চ রেলসেজম্মু থেকে পাকিস্তানকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি।তু, যার দৈর্ঘ্য় ১ হাজার ৩১৫ মিটার । জম্মু ও শ্রীনগরের সংযোগকারী হিসেবে কাজ করবে এই সেতু । নির্মাতাদের দাবি, রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প টলাতে পারবে না চেনাব সেতুকে । বড় ধরনের বিস্ফোরণেও টুকরো হবে না এই সেতু, দাবি নির্মাতাদের । এর ফলে ৩ ঘণ্টাতেই পৌঁছনো যাবে কাটরা থেকে শ্রীনগর


















