Rajasthan News: দৌসায় কন্টেনারের সঙ্গে পিক আপ ট্রাকের সংঘর্ষ । ১১ পুণ্যার্থীর মৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা । রাজস্থানের দৌসায় কন্টেনারের সঙ্গে পিক আপ ট্রাকের সংঘর্ষে ১১ পুণ্যার্থীর মৃত্যু । মৃতদের মধ্যে আছে ৪ শিশু ও ৭ জন মহিলা । উত্তরপ্রদেশের এটা থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গেছিলেন এঁরা । ফেরার সময় ভোররাতে দৌসার বাপি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে । দুমড়ে-মুচড়ে যায় পুণ্যার্থীদের গাড়ি । আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক
আরও খবর....
কলকাতার লজে জলপাইগুড়ির বাসিন্দার রহস্যমৃত্যু। বড়বাজারের লজ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। গতকালই এই লজে ওঠেন পবনকুমার দাস নামে ওই ব্যক্তি। তাঁর ঘরে আরও কয়েকজন বোর্ডার ছিলেন। পুলিশ সূত্রে খবর, মদ আনানো হয়েছিল। মদের আসরে বচসার জেরে পিটিয়ে খুন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে বড়বাজার থানা।
ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।চেন্নাইয়ে উদ্ধার হরিহরপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখের ঝুলন্ত
দেহ। বছরখানেক আগে বিয়ে হয় স্বরূপনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম শেখের। পেটের দায়ে মাসচারেক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ওই যুবক। পরিবারের দাবি, সোমবার সাদ্দামের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। গতকাল বাড়িতে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয়। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখার আবেদন জানিয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার।

















