Rituparna Sengupta: 'এখন কিছু বলতে পারব না', রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর ED দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা | ABP Ananda LIVE
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ED-র জিজ্ঞাসাবাদ। প্রায় ৫ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 'দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। নথি চেয়েছিল, দিয়েছি', ED দফতর থেকে বেরিয়ে দাবি অভিনেত্রীর।
রেশন দুর্নীতি মামলায় গত ৫ জুন তলব করা হয় অভিনেত্রীকে। তবে বিদেশে থাকায় তখন সময় চান ঋতুপর্ণা সেনগুপ্ত। 'অভিযুক্তদের অ্যাকাউন্টের তদন্তে সামনে আসে ঋতুপর্ণার নাম'। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে গিয়েছিল ঋতুপর্ণার অ্যাকাউন্টে? রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর কাছে জানতে চায় ED, খবর সূত্রের।
ভাবনার একদশক পরে অবশেষে কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল। প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে ভর্তির পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার্থী। ২৪ জুন থেকে পোর্টালে অনলাইন আবেদন শুরু। পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে। প্রথম দফার পর শূন্য আসনে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া। কলেজে ভর্তিতে অস্বচ্ছতার অভিযোগ মানলেন শিক্ষামন্ত্রী। স্বচ্ছতার জন্যই পোর্টাল, দাবি ব্রাত্য বসুর।