RG Kar Live: RG কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি, চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়কে আজই তলব ED-র।
RG Kar News: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়কে আজই তলব ইডি-র। ২ দিন আগে, মঙ্গলবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি-র। আধিকারিকরা হানা দেন সুদীপ্ত রায়ের হুগলির দাদপুরের বাগানবাড়িতেও। আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত। ইডি-র দাবি, দুর্নীতির তদন্তে আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখার পর, তাঁর নাম উঠে আসে। এর আগে ১২ সেপ্টেম্বর, আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের সিঁথির বাড়ি ও নার্সিংহোমে অভিযান চালায় সিবিআই। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের।