WB News : উস্তিতে ব্যবসায়ী হত্যার ঘটনায় ২ মাস পর গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিক, আর কী অভিযোগ ?
ABP Ananda LIVE : উস্তিতে স্বামীকে হত্যাকাণ্ডে গ্রেফতার স্ত্রী! উস্তির শিবপুর এলাকার বাসিন্দা বছর ৫৫-র মহসীন সর্দার। মে মাসের শেষে হঠাৎই নিঁখোজ হয়ে যান কাঠ ব্যবসায়ী। থানায় নিখোঁজ ডায়েরি করেও হল না শেষরক্ষা হল না স্ত্রী তনুজা বিবির। উস্তিতে স্বামীকে খুন করার ২ মাস পর গ্রেফতার করা হল স্ত্রীকে। একইসঙ্গে গ্রেফতার করা হল তাঁর প্রেমিককেও।
শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিলে রণক্ষেত্র কোচবিহার
শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিলে রণক্ষেত্র কোচবিহার। বিরোধী দলনেতার কনভয়ে লাঠি দিয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ। তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ শুভেন্দু অধিকারীর। রোহিঙ্গা দিয়ে তৃণমূলের হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, এক অভিযুক্ত গ্রেফতার। 'তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলের মাঝে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর উস্কানি', বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ তৃণমূলের। বিরোধী দলনেতার গাড়িতে হামলা, প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ।

















