Sujan Chakraborty: 'মুচলেকা দেওয়া যাদের পরম্পরা, বামপন্থীরা তাদের থেকে পরম্পরা শিখবে না', দিলীপকে জবাব সুজনের | Bangla News
বুদ্ধদেব ভট্টাচার্যের 'পদ্মভূষণ' প্রত্যাখ্যানের প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "কম্যুনিস্টরা কাঁকড়ার মতো। কাউকে ওপরে উঠতে দেবে না। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি। বুদ্ধবাবুকে পদ্ম পুরষ্কার থেকে বঞ্চিত করল। উনি নেবেন কি নেবেন না তা পরের কথা, তার আগেই পার্টির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হল।" এই কটাক্ষের পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "দিলীপ ঘোষ কম্যুনিস্টদের কীভাবে চলা উচিত সেই নিয়ে বক্তৃতা দেবে, তা শোনারই বা কী দরকার, তা নিয়ে কথা বলারই বা কী দরকার। ওঁর দলটা তৃণমূলে জারিত হয়ে গেল কি না, তা আগে দেখুন। যাদের পরম্পরা মুচলেকার পর মুচলেকা দেওয়া, তাদের কাছ থেকে বামপন্থীরা পরম্পরা শিখবে না।"
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)