এক্সপ্লোর
Saigal Hossain: গরুপাচার মামলায় এবার সায়গল হোসেন সংক্রান্ত যাবতীয় তথ্য ইডি-র হাতে তুলে দিল সিবিআই। Bangla News
গরুপাচার মামলায় এবার সায়গল হোসেন সংক্রান্ত যাবতীয় তথ্য ইডি-র হাতে তুলে দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গত কয়েকমাসে তদন্তে যা তথ্য মিলেছে, সায়গলের সম্পত্তি ও টাকাপয়সা সংক্রান্ত যে সমস্ত তথ্যপ্রমাণ হাতে এসেছে, তা ছাড়াও চার্জশিট-সহ মোট ৫০০ পাতার নথি তুলে দেওয়া হয়েছে ইডি-র তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, এই সমস্ত তথ্য সামনে রেখেই এবার সায়গলকে জেরা করবে ইডি। খতিয়ে দেখা হবে আর্থিক লেনদেনের অভিযোগও। গরুপাচার মামলায় অনুব্রত ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের যোগসাজশ খুঁজে বের করাই মূলত ইডি-র লক্ষ্য। খবর সূত্রের। ২৮ অক্টোবর সায়গলকে নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে ইডি।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন


















