Abhishke Banerjee : CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই: অভিষেক
ABP Ananda Live: প্রাইমারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর চার্জশিট নিয়ে এবার মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নেতাজি ইন্ডোরের সভা থেকে তিনি বললেন, "২৮ পাতার চার্জশিট, দু'জায়গায় খালি আমার নামটা লিখেছে! তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ, বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনও পরিচয় নেই! বিজেপি নেতারা যেমন ভাববাচ্যে কথা বলত, ED-CBI এখন ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভাল লেগেছে!" পাল্টা বিজেপির তরফ থেকেও শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন - অভিষেক বচ্চন নয়, অভিষেক ব্য়ানার্জি। এটা মানুষের আদালতে, মানুষের মনে প্রতিষ্ঠিত। যদিও CBI-এর চার্জশিটের মধ্যেও সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য - ভয় পেয়েছে CBI, তার কারণ মোদিজি চায়নি CBI-এর চার্জশিটে আপনার নাম থাকুক।

















