TMC-BJP Clash: বাংলা-বিরোধীরা সেনা দিয়ে মঞ্চ খোলাচ্ছে', আক্রমণ বৈশ্বানরের | ABP Ananda Live
ABP Ananda LIve: 'বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে, বাংলার মানুষদের ওপর যে অত্যাচার চলছে সারা ভারতবর্ষে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলনের ঘোষণা করেছিলেন। আজ জোর করে বলছেন যে এখাে মঞ্চ রাখতে দেব না, খুলে ফেলতে হবে, কারণ আইন অনুযায়ী বলছে ৩ দিনের বেশি মঞ্চ রাখা যাবে না। বাংলা-বিরোধীরা সেনা দিয়ে মঞ্চ খোলাচ্ছে', বললেন বৈশ্বানর।
'সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সন্দেহ জাগে', আধখোলা মঞ্চ থেকেই নিশানা মমতার
এবার রাজ্য সরকার-সেনাবাহিনী দ্বন্দ্ব ? মেয়ো রোডে তৃণমূলের আধখোলা মঞ্চেই পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে বিজেপিকে একহাত নিলেন তিনি। একইসঙ্গে সেনারবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন। আক্রমণ শানিয়ে মমতা বলেন, "আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায়, সেটা নিয়ে সন্দেহ জাগে।" কিছুক্ষণ আগে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে সেনাবাহিনী। বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া হয়। সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গান্ধীমূর্তির কাছে টানা মঞ্চ রাখার অনুমতি নেই। যদিও তৃণমূলের দাবি, অনুমতি নিয়েই প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল। বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। মঞ্চ খুলে দেওয়ায় ক্ষুব্ধ মমতা।




















