TMC News: ১৫ অগাস্ট পর্যন্ত 'ডেডলাইন', তারপরেই হুমায়ুনের নতুন দল? দলকেই ফের হুমায়ুনের 'ডেডলাইন'
ABP Ananda Live: ১৫ অগাস্ট পর্যন্ত 'ডেডলাইন', তারপরেই হুমায়ুনের নতুন দল? দলের কড়া বার্তার মুখে দলকেই চাপে ফেলে হুমায়ুনের 'ডেডলাইন'। নিশানায় জেলা নেতৃত্ব, দলকেই ফের হুমায়ুনের 'ডেডলাইন'। '১৫ অগাস্ট পর্যন্ত দেখব, সংশোধন না হলে বিকল্প ভাবনা'। 'কংগ্রেস কিংবা বিজেপিতে ফেরার সুযোগ নেই, তাই বিকল্প'। 'তৈরি করতে পারি নতুন দল, তাতে থাকবে অনেক হুমায়ুন কবীর'।
মুর্শিদাবাদ তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে ফের হুঙ্কার হুমায়ুনের । 'মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ায় প্রচুর শুভাকাঙ্খী আছে'। দলের কড়া বার্তার মুখে এবার দলকেই ডেডলাইন ভরতপুরের বিধায়কের!
দুধসাদা রংয়ের বাড়ি। দেওয়াল থেকে মূল ফটক, সর্বত্র আভিজাত্যের ছোঁয়া। আর তার সামনে সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক বিদেশি গাড়ি। কূটনীতিকদের জন্য বরাদ্দ বিশেষ নম্বর প্লেট বসানো প্রত্যেকটি গাড়িতেই। ভিতরের সাজসজ্জাও চমকপ্রদ। ঝাঁ চকচকে দফতর, তাবড় রাষ্ট্রনেতাদের ছবি, বিদেশি মুদ্রা দেখে সত্যি সত্যিই অন্য দেশের দূতাবাস মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত পর্দাফাঁস হতে দেখা গেল, ভুয়ো দূতাবাস খুলে প্রতারণা চক্র চালাচ্ছিলেন এক ব্যক্তি। (Fake Embassy of West Arctica)
দিল্লির একেবারে কাছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF). আন্টার্কটিকার ‘মাইক্রোনেশন’ ওয়েস্ট আর্কটিকার নামে ওই ভুয়ো দূতাবাস খুলে বসেছিলেন হর্ষবর্ধন জৈন নামের এক ব্যবসায়ী। বিলাসবহুল দোতলা বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি। রাষ্ট্রনেতাদের সঙ্গে যে ছবি ঝোলানো ছিল ভিতরে, সব ভুয়ো, তৈরি করা। ভুয়ো দূতাবাস খুলে আসলে ছেলেমেয়েদের সঙ্গে প্রতারণা করতেন। বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলতেন হর্ষবর্ধন। পাশাপাশি, আর্থিক তছরুপেও যুক্ত ছিলেন। (Uttar Pradesh News)


















