TMC News : দুর্গাপুরের TMC সাংসদের নাম করে প্রতারণার অভিযোগ ! কী বললেন খোদ সাংসদ কীর্তি আজাদ ?
ABP Ananda LIVE : তৃণমূল সাংসদের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, সাংসদ কীর্তি আজাদকে দেওয়ার নাম করে দুর্গাপুরের একটি দোকান থেকে ১ লক্ষ ৯১ হাজার টাকার মোবাইল ফোন নিয়ে যান তৃণমূল নেতা মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। অভিযোগ, তারপর আর টাকা মেটাননি। ওই ব্যবসায়ী তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা জানান। সাংসদ নিজেই পুলিশকে খবর দেন। তৃণমূল নেতা মানস রায় ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় কী জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ?
Kolkata Crime News: রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ
রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মহিলার অভিযোগ ছিল, তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।






















